সত্যি বলছি আমি সত্যি বলছিনা... আজো আমি পারিনি
টেনে হিঁচড়ে পশুত্বকে নিয়ে আসতে
তোমার সামনে।
মনে মনে অনেক প্রস্তুতও ছিলাম। বিশ্বাস করো!
এইভেবে গত কয়েকটাদিন
রীতিমতো সুখও অনুভব করছিলাম।
কিন্তু না, আমি পারিনি।
ভিতরের প্রচণ্ড নোঙরা অন্দরমহল
তাকে্ তাকে্ সাজিয়েছি
গালি, ক্রোধ, কাম আর চিন্তার ঘামে।
শুধু অশ্রুর বদলে ঝরছে হাহাকার। এই পার্থক্য।
এই যে ভালমানুষ হয়ে বেঁচে থাকা,
এই যে ভালমানুষীর অনিন্দ্য নষ্টামী
তাতো একদিন গ্রাস করবেই।
ভাল মানুষের আমৃত্যু
লালন-পালন, যত্ন আত্তিরে
কবেই হাঁপিয়ে উঠেছি আমি।
সময়ের দাবির অজুহাতে
কেবল মেরুদণ্ডহীন হয়ে পড়ছে
অন্তরের ভালমানুষগুলো।
অথচ মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে
হচ্ছে প্রিয়জনদের হাহুতাশ।
দিনকে দিন মানুষগুলো
মারা গিয়ে পাচ্ছে মরনোত্তর সমবেদনা
'ভাল মানুষ বেশিদিন বাঁচেনা হে,
ভাল মানুষ বেশিদিন বাঁচেনা'।
এই যে প্রবাদ প্রতীম বাক্য হয়ে ওঠা
এর পরিনতিও বড় নির্মম।
শুধু আফসোসের ভাঁজে ভাঁজে
দীর্ঘশ্বাস হবে প্রিয়জনের।
আর ক্লান্ত হলেই
চাইবে ছুটি দুঃখ গুলো
আড়াল করে রাখা
তোমাকে অথবা আমাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।