আমি কথা কম কাজ বেশী তে বিশ্বাসী। ধরেন, আপনার ১টা শার্ট পছন্দ হইছে। দাম হল ৯৭০ টাকা। কিন্তু আপনার কাছে টাকা নাই। আপনি আপনার বন্ধু রাহিম আর করিম -এর কাছে থেকে ৫০০ টাকা করে ধার নিলেন।
এখন আপনার কাছে আছে ১০০০ টাকা। এবার আপনি শার্ট কিনলেন। কিনার পর আপনার হাতে রইল ৩০ টাকা। এবার আপনি আপনার ২ বন্ধু দের ১০ টাকা করে ফেরত দিয়ে দিলেন। আর বাকি ১০ টাকা আপনার কাছে রেখে দিলেন।
এখন আপনার বন্ধুরা আপনার কাছ থেকে পায় ৪৯০ টাকা করে। ঠিক? তাহলেঃ
৪৯০ টাকা +৪৯০ টাকা + আপনার কাছে আছে ১০ টাকা = ৯৯০ টাকা
তাইলে, ভাই বাকি ১০ টাকা কই গেল???
পারলে কইঞ্চেন দেহি!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।