A National Weekly Newspaper বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সারা বাংলাদেশ একটি বৃহত্তর কারাগারে পরিণত হয়েছে। ১৯৮৮ সালের অবরোধের কথা মনে পড়ে আমার। তবে দেশের যে পরিস্থিতি, তাতে মনে হয় বিরোধী দলের জয় সন্নিকটে। ''
দেশের চলমান পরিস্থিতিকে জাতি ও বিরোধী দলের জন্য প্রসব বেদনা' উলে্লখ করে আবদুল্লাহ আল নোমান আরও বলেন, এখন আমাদেরকে মায়ের প্রসব বেদনা সইতে হচ্ছে। কিন্তু মাতৃত্বের আনন্দও আসবে।
প্রসব বেদনায় জাতি এখন অস্থির। মাতৃত্বের আনন্দেও একদিন জাতি আনন্দিত হবে। সেই দিন বেশি দূরে নয়। ''
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক প্রতিবাদ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের উপদষ্টো ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহিমান হাবিবসহ বিএনপি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ সভার আয়োজন করে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) নামের একটি সংগঠন।
শাহবাগ আন্দোলনের প্রসঙ্গ টেনে নোমান বলেন, কিছুদিন আগে শাহবাগ আন্দোলন শুরু হয়েছিল। তখন আমি বলেছিলাম, তারুন্যের ২০ শতাংশ এখানে নিরপেক্ষ। কিন্তু ছাত্রলীগের উপস্থিতি আন্দোলনকে নষ্ট করে দেবে। একটি দলের কারণে শাহবাগের এ পরিণতি হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য থাকায় এখন গণজাগরণ নির্জীব হয়ে গেছে।
আর তা জ্বলবে না, নিভে গেছে। '' সংগঠনের সভাপতি জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়াপারসনের উপদষ্টো শামসুজ্জামান দুদু, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাব'র ভারপ্রাপ্ত মহাসচিব রফিকুল ইসলাম, সাংবাদিক নেতা আমিনুল ইসলাম কাগজী প্রমুখ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।