বাঙলা কবিতা ১. এবার তুমি এসেই দ্যাখো কাছে গোধূলিকেই বানিয়ে নেবো ভোর আয়ূর ভেতর বাস করি তো কী! আমরা কিন্তু ভীষণ আয়ূচোর ফাঁকা মাঠে দ্যাখো বাগানখানি ঝুলছে কতো কঠিন হাওয়া-ফল তৃষ্ণা নিয়ে বাড়ছি তাতেই কী! ধূলিমাঠও সাঁতার-সমান জল স্বপ্নডানায় উড়েই এসো কাছে দ্যাখো, মেলার মাটির পাখিগুলো প্রাণের ছোঁয়ায় কেমন করে নাচে তুমি এলেই স্বর্ণ হবে এখন যে-সব ধুলো এই ভূগোলে, একটি পথের সমগ্র বাতাসে তোমার চুলের গন্ধ কেবল ভাসে ২. এই যে এখানে এতো ছোটাছুটি, মানুষের ভিড়, লোকালয়ে__ নানা রোগ, অযুত-নিযুত হাহাকার... ক্রমহ্রাসমান বনে শঙ্কিত পাখির চিৎকার পাঁজরের মতো ব্যথা জমে ওঠা নদীর দু'তীর হয়তো এখানে আছো, কম্পমান নিরীহ খরগোশ গর্তের ভেতরে মৃদু উঁকি মেরে থরথর কাঁপা, বৃক্ষে-শস্যে জর্জরিত, অন্তরালে সীমাহীন ফাঁপা এই মাঠে, একই পরিণতিময় গোধূলি-প্রদোষ। অথবা এখানে আছো ডিজিটাল অতিছদ্মবেশ বন্ধু-তালিকার ভিড়ে অন্য কোনও সুচতুর নামে; প্রফুল্ল-প্রবাহ চেয়ে যখন নদীর দেহ ঘামে তোমার মমতা যেন উন্নাসিক প্রতিবেশী দেশ। চোখের আড়ালে থাকা মানে নয় চূড়ান্ত গমণ তোমারই তো তেজারতি! বন্ধকী আমার এ মন। ..................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।