আমাদের কথা খুঁজে নিন

   

মৃত অরণ্যের পথে

'-' আমি ভিজে যাই অনন্ত ছায়ার বর্ষণে শুকনো পাতায় মোড়ানো মৃত অরণ্যে। যেখানে বিষাক্ত মেঘের গর্জন ছাপিয়ে শোনা যায় উদ্বাস্তু পাখিদের হাহাকার। সোনালী রোদ ধুসর হয়ে নুয়ে পড়ে হতাশ ফড়িঙের চোখে। যেখানে জ্যোৎস্না বসে থাকে জোনাকীর আশায় কিন্তু ঝড়ো বাতাসে জোনাক নিভে গেছে সেই কবে! নষ্ট আত্মার গন্ধে সেখানে টেকা দায় তবুও আমি ভিজে যাই, আমি হেটে যাই, আমি ফিরে যাই মৃত অরণ্যের পথে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।