ভারত ও পাকিস্তান বিরোধী "রবি" - লাইব্রেরি বানানোর জন্য , খেলার মাঠ পরিষ্কারের জন্য অ্যাড বানায় । নিজেরা ৬ টা বিভাগে ৬ টা মানসম্মত লাইব্রেরি বানায়ে তারপর আমাদের বল ? নিজেদের এতো টাকা, নিজেরা কয়টা ভালো কাজ করস ? কয়টা লাইব্রেরি বানাইস ?
"গ্রামীণফোন" - চলো বহুদূর । প্রতিবন্ধকতা দূর করা নিয়ে তোমাদের ব্যাবসা । ভালো কথা । ৫ টা প্রতিবন্ধীদের জন্য স্কুল বানাও ।
তোমাদের কোম্পানিতে ৫ জন প্রতিবন্ধীদের চাকরি দাও । কোটা খুলো । তারপর এইসব অ্যাড দাও ? কি করস ? কি করো এতো টাকা দিয়া ?
"এয়ারটেল" - বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল । হ্যাঁ ভাই , সেটা কি "ওকে বসস । টেনশন নিয়েন না " এটা ছাড়া করা যেত না ? একটা ব্লাড ব্যাঙ্ক খুলো , যেখানে বন্ধুরা বন্ধুদের জন্য রক্ত দিবে ।
বন্ধুরা সবাই মিলে দরিদ্র শিশুদের জন্য একটা স্কুল খুলবে । তোমরা বন্ধুদের জন্য " ব্লাড ক্যাম্প " এর আয়োজন করো । খালি জন্মদিনে কেক , গিফট আর মুখ চুবানি থেকে বেরিয়ে আসো ।
"বাংলালিঙ্ক" - দিন বদলের চেষ্টা । কেন জানি আপনাদের , বারাক ওবামা , আর প্রথম আলোর থিম সব একি রকম ।
যাই হোক , রাতে কথা বলা বাড়ানো ছাড়া আর কি করসেন মনে তো পড়ে না । দিন বদল টা কি ?? আগে রাতে বেশি কথা হত না, এখন সারারাত কথা হয় । এইটাই কি দিনবদল নাকি ? আপনারা কি এই দিনবদলের চেষ্টায় ব্যাস্ত ??
টেলিটক নিয়ে কিছু বললাম না । এইটা আমার বাংলাদেশি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।