আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম পীরিতি ঘুষের খেলা

নাজমুল ইসলাম মকবুল ঘুষের খেলা নাজমুল ইসলাম মকবুল রাজনীতি আজ পেটনীতিতে ভরে গেছে ভাই লুটপাট করে দেশটা খেয়ে করছে তারা ছাই। । মতাতে গিয়ে দেখায় ভানুমতির খেল কাছে টানে চাটুকারদের যারা মারে তেল উপর থেকে নিচ পর্যন্ত শুধু যে খাই খাই। । ঘুষ দুর্নীতি টেন্ডারবাজি চলে মনের মতো কমিশনের ভাগ পেয়ে কয় চলুক অবিরতো দেশ চলে যাক রসাতলে নগদ যা পাই খাই।

। অগণিত কালা বিলাই করছে যে কিলবিল টাকার বস্তা হজম করে শক্ত ওদের দিল পাবলিক মরলে তারা খুশি তাদের চিন্তা নাই। । ঘুষকে তারা উপরি বলে জনম ভরে খায় ভাগ বাটোরার অংশ পাঠায় আসলও জায়গায় দিবানিশি ঘুষের খেলায় সততার নাই ঠাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.