দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি সবাই শুধু সিগারেটের কুফল নিয়ে পড়ে আছে।
আরে ভাই সিগারেটের সুফলও আছে। আপনারা সব সময় কুফল গুলো নিয়ে টানাটানি করেন। আসেন এখন সিগারেটের সুফল নিয়ে টানাটানি করি।
১)আড্ডার সময় সিগারেট আবশ্যক।
একটা করে সুখটান আর কতগল্প যে বের হয়য়য়য়য়য়। (চরম শান্তির ইমো)। সিগারেট ছাড়া আড্ডাই জমেনা।
২)ধরেন আপনি দেশের বাইরে যাচ্ছেন। সবাই আপনাকে বলবে "ভাল থাকিস" এবং ব্লা ব্লা ব্লা।
বেশি হলে এয়ারপোর্ট পর্যন্ত আসবে। তারপর ফ্লাই করে চলে আসলেন। সবাই আপনাকে ছেড়ে দিল কিন্তু সিগারেট আপনাকে ছেড়ে যাই নাই। শুধু মাত্র ব্রান্ড পরিবর্তন হবে।
৩)নিজের উপর অভিমান বা রাগ করেছেন কোন কিছুর জন্য....
নিজের ক্ষতি করার ইচ্ছা হচ্ছে?সিগারেট খান আর ধীরে ধীরে নিজের ক্ষতি করুন।
এতে করে বড় কোন দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন।
৪)পাশে আপনার শত্রু বসে আছে কিন্তু আপনি কিছুই করতে পারছেন না।
সিগারেট টানুন আর শত্রুর ক্ষতি করুন। সিগারেট টানুন আর তুপ্তি পান আর মিট মিট করে হাসেন।
৫)আপনার হাতে আধা ঘন্টা সময় আছে।
ভেবে পাচ্ছেনা না কি করবেন?
দোকান থেকে সিগারেট কিনুন আর টানতে থাকুন।
কি বুঝলেন?
অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
অতএব সিগারেট আপনার বেস্ট ফেন্ড। B-
২৯ তারিখটা ব্লগের পাতায় লিপিবদ্ধ করলাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।