মিডিয়া আমাদেরকে খবর জানায় । তবে মিডিয়ার খবরের মধ্যেও খবর থাকে। পশ্চিমা মিডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নারী নিনজারা গুপ্তঘাতকের প্রশিক্ষণ নিচ্ছে। ইরানীরা এথেলেটসে বা মার্শাল আর্টে ভালো। তারা অ্যাথলেট ও মার্শাল আর্টিস্ট হিসেবে প্রশিক্ষণ নিয়ে থাকে তবে পশ্চিমা গণমাধ্যমের খবরে যে টা বলা হয়েছে তারা গুপ্তঘাতকের প্রশিক্ষণ নিচ্ছে এই বিষয়টি ইরানী নারী নিনজারা প্রত্যাখ্যান করেছে। তবে বিশ্বে গোয়েন্দা বৃত্তি বা গুপ্তঘাতক হিসেবে নারীদের ব্যবহার করা হয়ে থাকে কারণ নারী হওয়ার কারণে তাদের সুবিধা বেশী । বিশ্বের বহু সিনেমা, নাটক এবং বাস্তবে কিন্তু সেটা দেখা যায়। যাইহোক ইরান ও পশ্চিমাদের মধ্যে যুদ্ধংদেহী সংকটাপন্ন অবস্থায় বিষয়টি কিন্তু ভাবিয়ে তুলেছে। তাহলে সব দিক থেকে ইরানীরাও পিছিয়ে নেই এমনও ভাবছে অনেকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।