যেখানে পথের শেষ, সেখান থেকেই শুরু আবার পথচলা.... নিয়মের মায়া জালে বন্দী জীবন হার মানি বারবার তার কাছে, চেনা সেই মুখগুলোকে স্মৃতিতে ভাসাই এলোমেলো করে ফেরার সময় যে এখনো ঢের দূর বাকি। কি সব অলস চিন্তা এসে ভর করে মাথায়? কি সব অলস কথার মিছিল এসে স্লোগান দেয়, হারিয়ে নিয়ে যেতে চায় আমায় শক্ত করে ধরে থাকি নিয়মের বাধন- আমি হারাই না। স্মৃ্তি রোমন্থন আজ তাই বেদনার আর এক নাম তবুও বারবার ফিরে আসি- পিছু ডাকা অতীতের কাছে হায় অতীত! এখনো বন্দী তোমার কাছে। পিছুটান আজ আকড়ে ধরে থাকে নষ্ট অতীতের কোলাহলের মাঝে, তাড়িয়ে নিয়ে চলে অনুভূতির দ্বারপ্রান্তে তবু আমি হারাইনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।