অদ্ভূত মজার সব কাজ কর্মের জন্য বিশ্ব ব্যাপী আবালবৃদ্ধবনিতার কাজে অবিশ্বাস্য জনপ্রিয় মি: বিন (রোয়ান অ্যাটকিনসন) আর নেই। এমন একটি টুইটের মধ্য দিয়েই পুরো ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়ে মি. বিনের মৃত্যু সংবাদ। ঘণ্টাখানেকের মধ্যেই ‘অফিসিয়ালি’ মৃত ঘোষণা করা হয় রোয়ান অ্যাটকিনসন ওরফে মি. বিনকে। এমনকি ভার্চুয়াল তথ্যকোষ ‘উইকিপিডিয়া’-তেও মি. বিনের মৃত্যুর তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১২ উল্লেখ করে তার পেইজটি আপডেট করা হয়। ফিলিপাইন থেকে ছড়ানো এই মৃত্যু সংবাদ পরে টুইটার, ফেসবুক, গুগল প্লাসসহ সব জায়গায় ছড়িয়ে পড়ে ভাইরাসের মতো। দুই ঘণ্টার মধ্যে ১০ হাজার টুইটারবাসী মি. বিনের মৃত্যুতে শোক প্রকাশ করেন। পরে অবশ্য ‘ডেইলি মেইল’র একজন সাংবাদিক ‘এ মৃত্যু সংবাদটিকে একটি গুজব হিসেবে নিশ্চিত করেন। সূত্রঃ টাইমস্ আই বেঙ্গলী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।