সৃষ্টিকর্তা সাম্প্রদায়িক হতে পারেন সেটা বিশ্বাস করি না... রবি কম্পানী যুব সমাজের জন্য নিয়ে এসেছে এক অভূতপূর্ব অফার, ছেলেদের ভয়েস নাকি তারা মেয়েদের ভয়েসে রূপান্তরিত করে দেবে। ভবিষ্যতে ফোন কোম্পানী রবি যুবসমাজকে আরও কি কি অফার দিতে পারেঃ ‘মিসকল দে শামসু’ অফারঃ এই অফার সাবস্ক্রাইব করলে যত খুশী ছোটবড় মিসকল দেয়া যাবে, কারো বাপের সাধ্য থাকবে না মিসকল ধরে টাকা খাবে। ‘পোলাডারে ঘুমাইতে দে’ অফারঃ একাধিক গার্লফ্রেন্ড থাকলে এই অফার সাবস্ক্রাইব করতে হবে, কোন কারনে ফোন ওয়েটিং কিংবা বিজি থাকলে বলবে, এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছেনা… গার্লফ্রেন্ডরা স্বান্ত্বনা পাবেন, আহারে পোলাডা ঘুমাইতেছে…! ‘ভালোবাসা দিবি কিনা বল’ অফারঃ এই অফার কাজে লাগবে মেয়েটা ফোন না ধরলে, রবি কম্পানী স্বয়ংক্রিয় ভাবে ফোন দিতেই থাকবে দিতেই থাকবে… মেয়েটা সকালে ঘুম থেকে উঠে বলবে- আরিব্বাস ২৭৩টা মিসকল! পোলাডা সারারাত আমার লাইগা ঘুমায় নাই…! ‘চিকা মারা’ অফারঃ এই অফার ছ্যাঁকাখোর দের জন্যে। এইটার জন্যে একটা কুইজ প্রতিযোগিতা আহ্বান করা যেতে পারে, যে জিতবে তার সকল এক্স গার্লফ্রেন্ডের নাম্বার রবি কোম্পানীর লোকেরা নিজ দায়িত্বে বাস আর টয়লেটে লিখে আসবে, সেই দেয়াল লিখন কিংবা বাস লিখনে লেখা থাকবে, আই এম মারিয়া, প্লীজ কল মী… ০১৮১৪****** ‘কোথাকার কে’ অফারঃ এই অফারের আওতায় সীম কিনলে কোন ঠিকানা দিতে হবেনা, যতখুশী সীম কিনে যা খুশী করা যাবে… ভয়েস গুন্ডা দের মতো করার উপায়তো থাকবেই… যতখুশি চাঁদাবাজি করা যাবে…! যুব সমাজের পকেট খরচ নিয়া চিন্তা থাকবে না, রবি কোম্পানীর অফারগুলা সহজে সাবস্ক্রাইব করতে পারবে…
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।