আমাদের কথা খুঁজে নিন

   

১৪ই ফেব্রুয়ারির সেই ঘটনার মোর এখন অন্যদিকে।

সোনার হরিনের পেছনে ছুটছি। ওর নতিগতি এখন আমার কেমন যেন মনে হচ্ছে। সেদিন যে ভাব দেখাইছিল তা এখনও আমার মনে পিড়া দেয়। কিন্তু বর্তমানের অবস্থা ভিন্ন রকম। তারপরও আমি ঠিক মত বিষয় গুলো বুঝতে পারতেছিলা।

আসলেই মেয়ে মানুষ একটা জটিল জিনিস। অনেক দিন আগে থেকেই তো তার সাথে আমার কথা ছিল ১৪ই ফেব্রুয়ারি আমি তাকে ফুল দিয়ে প্রোপোজ করে আমাদের ভালবাসার গল্প শুরু করব। কিন্তু আমার সেই মনের আশা সেদিন পূরণ হইছিল না। ঠিক ভালবাসার দিনটাতেই সে বেঁকে বসেছিল। আমি তার জন্য অনেক গুলো চকলেট কিনেছিলাম সেদিন।

সেদিন সে চকলেট গুলো নিতে রাজি ছিল না। আমি তাকে সেদিন জিজ্ঞাসা করেছিলাম তুমি আমার সাথে সম্পর্ক করবে না? সে বলেছিল না সে সম্পর্ক করবে না। কিন্ত আজ এতদিন পর তার মনে যেন কি হইছে সে আমার কাছ সেই চকলেই গুলো চাইছে। আর সে এখন এমন ভাবে আচারন করছে যে আমার মনে হচ্ছে সে এখন প্রেম করতে রাজি আসে। এমতাবস্থায় আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।