অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। জানি না আ লীগ কতটুকু চায় জামাতের রাজনীতি বন্ধ হোক, আমি সন্দিহান, যদি তারা আসলেই চাইত তবে জামাতের অর্থায়নের উৎস অনেক আগেই বন্ধ করে দিত যা গণজাগরণ মঞ্চের অন্যতম একটি দাবি, যদি সরকার অনেক আগেই এই কাজ করত তবে আজ হেফাজত করতে কেউ আসত না জামাতকে, হেফাজত এত টাকা কৈ থেকে পাইল? মাদ্রাসায় কোন ঘরের ছেলেমেয়েরা পড়া শুনা করে? হত দরিদ্র না হলে কেউ তার ছেলেমেয়েকে মাদ্রাসাতে পড়া শুনা করতে পাঠায় না, এখন কথা হল এই ছেলে মেয়েরা কিভাবে এই আন্দলনের জন্য ১ হাজার করে টাকা দিবে, যেখানে তাদের পরিবারের অবস্তা অনেক খারাপ ? এই কথা বলছি কারণ কাল প্রথম আলো পত্রিকায় পড়লাম "হেফাজতের নেতার বলেছে তাদের প্রত্যেক ছাত্র ১ হাজার টাকা করে চাঁদা দিছে, (এটা তাদের প্রথম অর্থ উৎস) , আর অনেক মানুষ তাদের টাকা দান করছে ......" কিন্তু কারা দান করছে সেটার সঠিক কোন তথ্য তারা দেয় না কারণ অর্থের আসল উৎস জামাত সেটাত আর মুখে সবার সামনে বলা যায় না, তাই না।
বাংলাদেশে ২ লাখের কম মানুষের ব্লগে অ্যাকাউন্ট আছে, তাদের মধ্যেতো আর সবাই নাস্তিক না, সব ব্লগার যদি নাস্তিক হয় তবে জামাত-শিবির ছাগুদেরও একটা ব্লগ ছিল "সোনার বাংলা ব্লগ" তবে সেই ব্লগের সব উজাররাও নাস্তিক, তার মানে জামাত-শিবির ছাগুরা নাস্তিক, লুল।
আর সব ব্লগারা যদি নাস্তিক না হয় তবে গুটি কয়েক ব্লগারদের জন্য এত টাকা খরচ করে আন্দোলন করার কি দরকার ? অপচয়কারি শয়তানের দোস্ত ইসলামে আছে, তবে কি হেফাজত কি শয়তানের দোস্ত?
ভাই দেশে অনেক মানুষ দারিদ্র সিমার নিচে বসবাস করে তাদের জন্য ওই টাকা দিয়ে কিছু করেন আল্লাহ্ খুশী হইব।
ইসলামের নামে জামাতকে বাঁচানোর অপচেষ্টা করিয়েন না কারণ আল্লাহ্ বুদ্ধি প্রতিবন্ধি না যে আমাদের কলা কৌশল বুঝতে পারবে না।
আপনাদের জন্য আল্লাহ্ কুরানে বলেছেন
সূরা আল আ’রাফ -
আয়াত ৮-
আর সেদিন যথার্থই ওজন হবে। অতঃপর যাদের পাল্লা ভারী হবে, তারাই সফলকাম হবে।
আয়াত ৯-
এবং যাদের পাল্লা হাল্কা হবে, তারাই এমন হবে, যারা নিজেদের ক্ষতি করেছে। কেননা, তারা আমার আয়াত সমূহ নিয়ে বাড়াবাড়ি করতো।
সুতরাং বুঝতেই পারছেন, ভণ্ডামি বন্ধ করেন।
ব্লগ নিয়ে হৈচৈ, মক্কার খবর কই? (Click This Link) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।