আমাদের কথা খুঁজে নিন

   

এই অবেলায়

এ জগতে তাই যত কিছু পায় তৃপ্তি আমার নাই অন্যের ধন দেখে কেন আমি করি শুধু হায়হায়! দিন রাতের সন্ধিক্ষণেই বসবাস! তবু কোথায় দিনের আলো মিলিয়ে যায় কখন রাতের আধার ঘনিয়ে আসে কে জানে! রোদেলা সূর্যের অপলক দৃষ্টিতে কতদিন উষ্ণতা পরতে দেখিনা- আগমনী শীতের ধুলোমাখা পথ। শরতের স্নিগ্ধ শিশিরে ভিজতে দেখিনা ভোরের গোলাপ! মধ্য সাগরে দিক ভ্রান্ত নাবিকের মত হাতরে বেড়ায় অকুল দরিয়ার বুকে দুরের বাতি-ঘর। মুক্ত বিহঙ্গের মত ডানা মেলে দেবার স্বাধ জেগেছিল সেই ভরা পূর্ণিমাতে। অথচ অমাবস্যার অহর্নিশ অন্ধকারে আজও খুঁজে ফিরি স্বপ্নিল জীবন। মানুষ হয়ে জন্মের অপরাধ বোধ কাজ করে অস্তত্বির জগৎ চত্বরে। পায়চারি করে কিছু নষ্ট স্বপ্ন নষ্ট অতীত, নষ্ট মানুষ অদ্ভুত এক নষ্ট জীবন আর এই আমি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।