সেই সে অসহায় সত্যের প্রান্ত সীমায় রক্তের মুখে রক্তাক্ত প্রতিবাদে আর রাত জাগা নিয়তির দীর্ঘ পথে জেগেছিল মুক্তির হাতে মুক্ত করার দিন। দিন চেয়েছিল, রাত জেগেছিল বোবার মুখেও ফুটেছিল মুক্তির চিৎকার আগুন জলেছিল, রাইফেল ফেটেছিল সংগ্রাম হয়েছিল হানাদারের ধিক্কার। বাংলাদেশ, প্রিয় স্বাধীনভূমি আমার জন্ম আমার স্বাধীনতায়। তারপর......... মুক্তিযোদ্ধার পর এলো মুক্তিশোষক দল ভাগ্যের পরিবর্তন এলো কালো নকশার ঘরে নেতা নেএীর চাহিদা পালটে গেল দুরন্ত। অনাথের লাল-সবুজ স্বপ্ন মাথা কোটে বেকার যুবক পথে ঘোরে নয় হার মানে প্রেয়সী অপেক্ষাগুনে ছোটে অন্য ঘরে বাবা মায়ের অন্তিম আশা ডুকরে ওঠে। সেই কষ্ট শুষে গড়ে ওঠে নতুন প্রতিরোধ প্রতিরোধ প্রতিবাদে ঝরে আরো কিছু জীবন নিষ্ফল হয় সংলাপ, কিন্তু বেঁচে ওঠে আলো আলোয় ফোটা আন্দোলন পায় পূরোনো সত্য পথ। বাংলাদেশ, প্রিয় স্বাধীনভূমি স্বাধীন থাকাই স্বাধীনতা নয়, যদি পরাধীনতাই স্বাধীনতা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।