আমাদের কথা খুঁজে নিন

   

আজ বিকেলে

একজন আছে জানলার ধারে একজন পথে হাঁটে একজন কে পুকুর পাড়ে ঘুঘুটির ডাক শোনে? এখানেও তো ঘুঘু আছে আছে নদীর ধারা জলের ঢেউয়ে বাজনা আছে আছে মেঘের ছায়া। চলতে চলতেই আজ বিকেলে সূর্য নিভে এলো নিভে এলো কথার ক্ষিধে নিভে এলো স্বর। স্বরের তলে চিঠি ছিলো ঘুঘুর প্রতি লেখা; চিঠিখানি আমি লিখি নি বাহক ছিলাম মোটে এই চিঠিটা নরসুন্দা দিয়েছিলো পৌঁছোতে তার কাছে। আজ বিকেলে 'ইতল বিতল' আজ বিকেলে গান আজ বিকেলেই পশতু তরুণ বিভক্ত তার ভূমির জন্য কাঁদে। জানলার ধারে গাছের সারি ডাকছে তাতে চড়ুই পশতু যুবক পাখির ডাকে উদাস হয়ে থাকে। কে গো আপনি পুকুর পাড়ে এমন উদাস চোখে? কে গো আপনি পশতু বোলে বিচ্ছেদ বুনে যান? কে গো আপনি জানলার ধারে দাঁড়িয়ে অনেক দিন? আমার একটা ঘুঘু ছিলো কেউ দেখেছেন, কোন দিকে সে গেছে? ২৬.০২.১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।