সম্ভাব্য সকল দৃষ্টিকোণ থেকে দেখতে চাই .......... এখন সংঘটিত সকল অপরাধের ক্ষেত্রে যে বিষয়টি সবার আগে মাথায় আসে সেটি হল..... অপরাধটি বেডরুমে সংঘটিত হয়েছে কিনা? যদি বেড রুমে সংঘটিত হয় তবে এর দায় তো সরাসরি সরকারের উপর দেয়া যায় না,কারণ কারো বেড রুম পাহারা দেয়া সরকারের পক্ষে সম্ভব না............স্বয়ং প্রধানমন্ত্রী এটি জানিয়ে দিয়েছেন। তাহলে কক্সবাজারের ঐ তিন মহিলা যারা আটজন লম্পট কর্তৃক গণধর্ষণের শিকার হল তারা নিজেদেরকে কি দিয়ে বোঝাবেন,কাকে দায়ী করবেন নিজেদেরকে ছাড়া??? আমার মনে হয় সরকারের এখন উচিত হবে দেশের সকল কটেজ,হোটেল,মোটেল,বাসাবাড়ী সহ অন্য কোন কোন জায়গা বেডরুমের আওতায় পড়ে সেটি দেশবাসীকে জানিয়ে দেয়া পাশাপাশি বেডরুমের বাইরের স্থান সমূহ যেখানে সরকার পর্যাপ্ত নিরাপত্তা দিতে সক্ষম যেমন শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন সরকারী অফিসের টেন্ডার বাক্স ও তার আশপাশের এলাকা,রাস্তাঘাট সমূহ এসবের একটি লিস্ট তৈরী করে জন সাধারণকে তা জানিয়ে দেয়া। খবরের সূত্র :দৈনিক জনকন্ঠ কান্টি টুটুল ২৬ ফেব্রুয়ারী,২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।