আজ সময় হয়েছে আমাদের সকলকে নতুন করে কালেমা পড়ে ইসলামে প্রবেশ করা। আর যদি আমরা সত্যি সত্যি নিজেদের মুসলমান মনে করি তাহলে সময় এসেছে এর প্রমান দেয়ার।
সত্যি কাদের মোল্লার নাম বাংলাদেশের ইতিহাসে বিশেষ ভাবে উল্লেখ থাকবে। উনার যাবজ্জিবন না হয়ে যদি মৃত্যুদন্ড হতো তাহলে কি এই শাহাবাগী দের সম্পর্কে কেউ কি কিছু জানতো??
সাধারন মানুষ কি এসব ইসলাম বিদ্ধেষী নাস্তিক বলগার(ব্লগার) দের সম্পর্কে জানতো?
মিডিয়া প্রচার করতে লাগলো শাহাবাগের আন্দোলন কোন রাজনৈতিক দলের নয়। কয়েকজন বলগার এর উদ্দ্যেক্তা।
তখন স্বাভাবিক ভাবে মানুষ জানতে চায় কারা এই বলগার??? বলগ কি???
অমা এরা এগুলো কি লিখেছে? নাউজুবিল্লাহ।
মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ট মানুষ, সর্বশেষ ও চুড়ান্ত নবী ও রাসূল আমাদের প্রানের চেয়েও প্রিয় হযরত মুহাম্মদ (স) কে নিয়ে প্রকাশের অযোগ্য যে কথা তারা ব্লগে লিখেছে তা কোন বিবেকবান মানুষ মেনে নিতে পারে না।
হে আদম সন্তানেরা আজো কি বসে থাকবে সংকীর্ন দলীয় রাজনৈতিক মতাদর্শ- মতবিরোধ নিয়ে। তোমার কি মৃত্যুর কথা মনে পড়ে না? কে তোমায় বাছাবে হাশরের ময়দানে? কার কাছে যাবে সুপারিশের জন্য? কার হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও?
আমরা যে রাজনৈতিক দলের গোলামী করি, মনে রাখবেন আজ থেকে ১০০ বছর আগে এসব দলের অস্থিত্ব ছিল না। ১০০বছর পরে থাকবে কিনা তা আল্লাহ ভাল জানেন।
মৃত্যুর পর যেহেতু আমাদের একটায় পরিচয় হবে মুসলমান, হযরত মুহাম্মদের (স) উম্মত----
তাই আসুন সকল মতবিরোধ ভুলে লংমার্চ কে সমর্থন করি শারিরিক-মানসিক ও আর্থিকভাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।