আমাদের কথা খুঁজে নিন

   

জখম হলাম, সঙ্গে সঙ্গে মনে ভেসে উঠলে তুমি

I love you more than I can say... http://on.fb.me/ZU9ABE আজ বেশ ভালো একটা ব্যথা পেয়েছি। শেষ কবে এতোটা জখম হয়েছিলাম মনেই পড়ছে না। রক্ত পড়লো খানিকটা, কিন্তু ক্ষত এখনো রক্তিম হয়ে আছে। সারাদিন চলে গেলো একটু শুকানোর নাম নেই। ব্যথা পাওয়ার পর এতোটা জখম হয়েছে বুঝতেই পারিনি।

সময়ের সঙ্গে সঙ্গে ব্যথা বেড়ে চললো। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে জখমটা লুকিয়ে রাখতে হচ্ছে বলে। তবে এর মধ্যে একটা মজার ঘটনা ঘটেছে জানো! তোমার কথা আমার সবসময়ই মনে পড়ে। আমার জীবনের সবকিছুর সঙ্গে তুমি অনেক গভীরভাবে জড়িয়ে রয়েছো। কিন্তু আজ ক্ষতটার দিকে প্রথম চোখ পড়তেই তোমার চেহারা ভেসে উঠাটা একটু উদ্ভটই বটে! হ্যাঁ, প্রথম যখন রক্তে লাল হয়ে থাকা ক্ষতটার দিকে তাকালাম, সঙ্গে সঙ্গে মনে ভেসে উঠলো তোমার রাগ করে মুখ ফিরিয়ে নেয়া অথবা অন্য দিকে হাঁটা শুরু করার ছবি।

তুমি আগে আমার উপর কোনো কিছু নিয়ে রাগ করলে যেমন করতে ঠিক তেমন ছবি। ঠিক ঐ মূহুর্তে আমি তোমাকে নিয়ে ভাবছিলাম না। তবুও ক্ষতটা দেখামাত্রই মনে পড়লো যদি তুমি আমার থাকতে, এটা দেখে এতোটাই রাগ করতে আর কষ্ট পেতে যে তারপর আমার উপর কত কী আদেশ যে জারি হতো কে জানে! তোমার সেই ভালোবাসা, আমাকে আপন চোখে দেখা, তোমার সেই possessiveness, এই সবই আমি দারুণ মিস করি। অনেক। আর সেইসঙ্গে প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে জানাই হারিয়ে যাওয়া স্বপ্ন ফিরে পাওয়ার প্রার্থনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।