অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। >
# সেদিন যুদ্ধ হয়েছিল
# সেদিন ভাষা নিয়ে মারামারি... মানে... আমাদের ভাষার জন্য আমরা যুদ্ধ [!] করেছি
# এইদিনে ৭ মাস যুদ্ধ করার পর আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের অনেক বীর মুক্তিযোদ্ধা মারা গেসে এই দিনে...
# এটা আমাদের স্বাধীনতা দিব... ... ...
# একুশে ফেব্রুয়ারি তো অমর... শহীদের রক্তে রাঙ্গানো... সেদিন যুদ্ধ হয়েছিল just
লজ্জা! কি লজ্জা!!
কী শিখছে আমাদের বাচ্চারা? আমাদের পরবর্তী প্রজন্ম?? এরা করবে দেশ উদ্ধার???
হায়রে আমার সোনার বাংলা... এরাই একদিন বাবা হবে,মা হবে।
দেশের ভবিষ্যত এরাই। দেশের প্রতি যাদের নেই বিন্দুমাত্র টান।
গ্লোবালাইজেশনের নাম করে এরা যে দেশ বিকিয়ে দেবে ভবিষ্যতে। এত শহীদের রক্ত কি তবে অর্থহীন হয়ে যাবে?????
অথচ তারা কতো ইশমার্ট। ধিক্কার দেই এই সব ইশমার্ট (smart) ইয়ো-মার্কা পোলাপাইনদের।
তাদের সবাইকেই উদ্দেশ্য করে বলছি, যে সব কিছু বুঝে, সব কিছু জানে সেই স্মার্ট। কখনও বহিঃ প্রকাশে স্মার্ট হওয়া যায় না।
ভিডিও টা দেখতে এখানে ক্লিকান ২১ শে ফেব্রুয়ারি কি হয়েছিল ? ? ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।