আমাদের কথা খুঁজে নিন

   

~~~~~~~~~কেউ কথা রাখে না~~~~~~~~~~

মনের কথা ভালোবাসা......... মেঘে ঢাকা চাঁদের মত. দৃশ্যপট-১ . নিঝুম রাত্রি কল্পনায় আমি সুর তুলি ভাঙ্গা বেহালায় । হাসিমাখা মুখের হস্যময় রমণী আমি তারে দেখি বারবার দেখি এই সুরের কল্পনায়-ভাবনায় যে হাঁটলে পরে সৌন্দর্য ঝরে পড়ত । কোন এক বিকেলে আলোছায়ার খেলায় শুরু চলত দিনরাত্রির ব্যস্ততায় । আজ সেই চেনা মুখটা বদলে গেছে ভীষণ আমার উপর শুধু অতি দুঃখ বর্ষণ । আশা-প্রত্যাশা ও স্বপ্নের অঞ্চলে ভয়ংকর ঝড় চারদিক লন্ডভন্ড;বিরহের সাথে বাসর ।

এই ভালোবাসা ছিল সেতুবন্ধনে কিন্তু পারাপার ছিল না ছিল শুধু ভালবাসার বিনিময়ে ভালবাসা । সে কথা দিয়েছিল একজীবনে আমার হবে সে তার কথা রাখেনি । তবে কি সুনীলদার মত আমিও বলতে পারি!! 'কেউ কথা রাখেনি, ......, কেউ কথা রাখে না!' দৃশ্যপট-২. ভাবনার গভীরে তলিয়ে যেতে যেতে ভাবি,আজকাল সে কেন বদলালো? ভাব-ভঙ্গিমা কেন অচেনা? তার সবকিছুতেই যেন আমি ম্রিয়মান ধূলোবালিতে সব স্মৃতিরা ঢাকা সে ভূলে গেছে সব দুর্লভ সুখসুধা হাতে হাত রেখে চলার পথ । অসহায়ত্বের জালে জড়িয়েছি আজ আমি ভাবছি,সে কেন এমন করছে? তবে কি সে অন্য কাউকে ভালবাসে??? তার রক্তের ভালোবাসা দিয়েছে কারে?? এতদিন ধরে যা করলো সে তা কি তবে ভালোবাসা নয়????? হয়তো ভালবাসি/ভালবাসা সেই যা মুক্তি দিতে চায় আবার অন্য কাউকে ভালবাসার জন্য। স্বর্গীয় এই ভালবাসা যা নিকটবর্তী হয় আবার যা দূরে চলে যায়।

তাই আজ আর কোন প্রশ্ন নাই । অসহায় মাথার ভিতরে সারাদিন ধরে অসংখ্য ভাবনা দলবেঁধে ঢুকেপড়ে । আমার ভালো লাগে না শুধু তোমার কথা মনে পড়ে........ শেষবিকেলের নম্র আলোয় জানালার কাছে চারিদিকে অন্ধকার ছেয়ে গেলে মাঝরাতে জ্যোস্নাভরা আকাশে তাকালে ছাদে হাটলে কোন কোন নির্জন মুহূর্তগূলোতে একাকী এই শূন্য বসন্তে । বর্ণহীন জীবনে কেউ কি ভুলে যায় ভালোবাসার রঙ? দৃশ্যপট-৩. কেন এই শুন্যতা,এই রিক্ততা?? আমরা কি সবাই কোন না কোনভাবে একা?? একথা কি আছে হৃদয়ে আকাঁ ?? এখন কোথাও নেই দেখা সুখপাখির তবুও একাই হেটে চলে মুসাফির । কবে পাবে সে একটি গন্তব্য?? কবে ঘুচবে তার অপেক্ষা অনন্ত? আর কবেই বা আসবে জীবনে বসন্ত? হয়তোবা সব নদী যেমন সাগরে মেশে না সব ফুলে যেমন মালা গাথিঁ না তেমনি হয়তো সব প্রেমেরও মিলন হয় না ।

দৃশ্যপট-৪. আমার এই মিলনমেলায় তোমার আগমন আজ থেকে যদিও দুর্লভ তবুও আমি অধীর আগ্রহে তোমার অপেক্ষায় আছি..... গ্রীষ্মের রৌদ্রস্নাত তপ্ত দিনে ভেজা বর্ষাতে বৃষ্টিমুখর দিনে নীল আকাশের শুভ্রমেঘের ভেলায় হেমন্তের পাতাঝরার দিনে কনকনে শীতে উষ্ণতার চাদর লয়ে কোকিলের বিরহীসুরে বসন্তদিনে । । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।