আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনা.......।

র্বতমানে পত্রকারি পাতা খুললেই যে বষয়টাি চোখে পড়ে র্সটো হলো সড়ক র্দুঘটনা। সড়ক দুঘটনা অতি সাধারণ একটি বষয়ি হয়ে দাড়য়ছ। প্রতিদিনই র্কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছই। এজন্য মুলত অদক্ষ চালক এবং অসচতনে পথচারিরাই দায়ী। এ সড়ক দুঘটনা রোধ করতে আমাদের কতগুলো বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিৎ।

১, দক্ষ চালক নয়োগি দেওযো উচিৎ। ২, চালক যাতে শিক্ষিত হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার। ৩, গাড়ী চালানোর সময় অন্যের সাথে চালকের কথা না বলা, আর আমাদেরও সচতনে হওয়া উচিৎ যাতে আমরা চালকের সাথে কোন ধরনরে কথা না বলি,কোন ধরনের লেন-দেন না করি। আমাদের যাবতীয় লেন-দেন চালকের সাথে না হয়ে গাড়ীর হেলপারের সাথে হওয়া উচিৎ। ৪, অনেক মোটর সাইকলে চালককে ড্রাইভ করার সময় মোবাইলে কথা বলতে দেখা যায়,যেটা খুবই ভয়ংকর।

এমন অবস্থায় যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনো ঘটে যেতে পারে। ৫, আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা ওভারব্রীজ ব্যবহার করতে চাইনা। অনেক সময় দৌড়িয়ে রাস্তা পার হতে চেষ্টা করি যা সড়ক দুর্ঘটনার একটা বড় কারণ। অধকাংশি মানুষই তার জীবনের চেয়ে সময়ের মূল্য বেশী দিতে চায়। অতএব সময় বাচাতে গিয়ে চাকার নিচে পিষ্ঠ হয়ে মরতে হয়।

সকলের প্রতি আমার অনুরোধ থাকবে,আমরো যাতে উপরোক্ত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখি এবং সড়ক দুর্ঘটনা রোধে সহযোগিতা করি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।