নহি দেবী, নহি সামান্যা নারী। উৎসর্গঃ সকল ভাষা শহীদদের প্রতি
নোটিশ বোর্ডের কল্যাণে জানতে পারলাম ২৪শে ফেব্রুয়ারী ২০১২ শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাঙলা ব্লগারদের মিলন মেলা, যেখানে মাতৃভাষা বাংলা, আমাদের কৃষ্টি-সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা নানান বিষয় এবং বাংলা ভাষায় জড়িয়ে থাকা আমাদের দৈনন্দিন জীবন নিয়ে একেবারেই সাধারণ এবং সহজ-সরল কথাবার্তায় বাংলা ব্লগার বন্ধুরা আড্ডায় মেতে উঠবেন নিজেদের মত করে, আপন গতিতে। ...
শুধু সেমিনার টাইপ আলোচনা হতে পারে মনে করে অনেকেই যায়নি, আবার গিয়েছেন অনেকেই।
একজন নতুন ব্লগার হিসেবে আমার যা
ভালো লেগেছে...
১. এটিকে পুরোপুরি সেমিনার মনে হয়নি।
২. ব্লগ থেকে ঠিক কি চাই তারই প্রতিচ্ছবি দেখতে পেয়েছি।
৩. শুধু মাত্র আড্ডা বা শুধু মাত্র আলোচনা হয়নি। তাই অনেক সচ্ছন্দ্য মনে হয়েছে।
৪. লাইভ টেলিকাস্ট হয়েছিল নাকি?! শেষে যেয়ে বুঝতে পেরেছি
৫. এখানে কোন সিন্ডিকেট বা ক্যাচাল জাতীয় কোন কিছুর আভাস পাইনি
আরও অনেক কিছু ...বেশি কথা বলা ঠিক না
তবে...
৬. "ব্লগ মাতা" বলা হয় যাকে জানা খুব কাছ থেকে এই নিরহঙকারী, মিশুক, কোকিল কন্ঠিকে পেয়ে ভালো লেগেছে, বিশেষ করে শেষের এক্সক্লুসিভ ফটোসেশনে যখন পুরনো বান্ধবির মতো উনি আমায় জড়িয়ে ধরলেন।
ভালো লাগেনি...
১. বদনাম আছে, বাঙালী নাকি মাইক পেলে বলতে ছাড়ে না, এই তিক্ত অভিজ্ঞতা আমার অনেক বেশিই পোহাতে হয়...আজকেও তার ব্যতিক্রম হয়নি। তবে সঞ্চালকঅন্যমনস্ক শড়ৎ এবং জানা'পার হস্তক্ষেপে সেটা অনেকটা রক্ষা পেয়েছে, ধন্যবাদ নিন, অনুষ্ঠানটাকে বোরিং হতে না দেবার জন্য।
২. নাম মনে নেই এক ব্লগার (তবে এমন অনেকেই মনে করে থাকেন ) বললেন ১৮+ পোস্টে নাকি মন্তব্য বেশি পড়ে...
আমি তখন জানা'পার কাছ থেকে ফ্লোর চেয়ে যা বলেছিলাম তার সাথে আর একটু যোগ করে বলি...
যে সব ব্লগার অনেক বেশি ব্লগে যান, অনেক বেশি পোস্ট পড়েন এবং অনেক বেশি গঠন মুলক মন্তব্য দিয়ে থাকেন তার পোস্টে কমেন্ট স্বাভাবিক ভাবেই অনেক বেশি হওয়ার কথা। এবং তা হয় ও।
যারা নিজেদের পোস্ট নিয়ে সন্দিহান তারা দয়া করে একাজটি করে দেখুন। ফল না পেলে মূল্য ফেরত
মাইকে এতো কথা বলে কাউকে বিরক্ত করতে চাইনি, তাই নিজ ব্লগেই বললাম
উহ্ চলুন এবার আদম সুরত দর্শনে
বি.দ্র. কারো আপত্তি থাকলে তা আন্তরিকভাবে গ্রহণীয়
১. সবাই দেখি বেশ ভালো ছাত্র-ছাত্রীর মতো মনোযোগ দিয়ে কথা শুনছে
২. অন্য মনস্ক শরৎ ছিলেন সঞ্চালক হিসেবে খুবই মনোযোগি
৩. আশকারি কে আশকারা দেয়া হচ্ছে!
৪.
৫. রেজোওয়ানা, ফারজুল, ফারজুলের বন্ধু
৬. ডলুপুত্র নিজেকে বাংলাদেশের বাইরের কেউ মনে করার কোন কারণ নেই... জানা'পার ধৈর্য্য আছে!
৭.
৮.
৯.
১০. ফারজুল কানে কানে কি বলে !
১১. কান্টি টুটুল, কালপুরুষ, কাজলরেখা
১২. সৌম্য, কালপুরুষ
১৩. নিরব দর্শক, অথৈ সাগড়, ফারজুল, জাহিদ
১৪. জানা'পা বক্তব্যের এক পর্যায়ে
১৫. খাই দাই
১৬. সবাই খাওয়া নিতে ব্যস্ত
১৭. চা'য় গরম!
১৮. হায়! হায়! জানা'পার কথা শুনে তখনকার জন্য সঞ্চালক শিপু ভাইয়ের এমন লাজুক আচরণের মানে কি!?
১৯.
২০. উদ্দেশ্য ভালো কিন্তু অসতর্ক উপস্থাপনে উনি এখন জেনারেল
২১. মডু কৌশিক (আমার কাছে কিন্তু যথেষ্ট মাই ডিয়ার মনে হয়েছে)
২২. ৪২ বছর ধরে দেশের বাইরে আছেন কিন্তু বাংলা ব্লগ নিয়ে উনার আগ্রহ তরুণদেরও হার মানায় যেন! শ্রদ্ধা রইলো
২৩.
২৪. উনি আসলেই নিরব দর্শক! (পাঠক!)
২৫.
২৬.
২৭.
২৮. শিপু ভাই, পূর্ণিমা নিত্য (হা হা হা)
২৯. লাস্ট সামুরাই
৩০. হুমায়ুন কবির
৩১. শান্তির দেবদূত
৩২. আসিতেছে আকাইম্যা পোলা...আর মাত্র কয়েকটা দিন
৩৩. শেষ হইয়াও হইলো না শেষ! অন্যমনস্ক শরৎ অনুষ্ঠানের ইতি টানছেন।
কিছু ফটো আলোর বিপরীতে তোলার জন্য দৃষ্টি নন্দন হয়নি, কিন্তু ব্লগারদের স্মৃতি ধরে রাখার জন্যই ছবিগুলো দিলাম।
সবাই ভালো থাকবেন।
শুভ ব্লগিং। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।