আমাদের কথা খুঁজে নিন

   

অতি সামান্য ব্যাপার,তবু...

জীবন কিন্তু একটাই অতি সামান্য ব্যাপার,তবু দেখলে মেজাজ খারাপ হয়(মন চায় দুইটা চটকনা মারি),যখনঃ -কেউ স্যান্ডেল পায়ে প্রয়োজনের চেয়েও বেশী শব্দ করে হেঁটে বেড়ায় -খাওয়ার টেবিলে বসে মুখে খাবার নিয়েও বকবক করতে থাকে -চলাচলের রাস্তা,বা বিশেষ করে কোন গেইটের সামনে রাস্তা আটকিয়ে গল্প করে -দাঁতব্রাশ জাতীয় কাজ যদি রুমের ভিতরে করা শুরু করে...ইত্যাদি। পাঠক,আপনিও নিশ্চয়ই এজাতীয় কারণে কখনো না কখনো বিরক্ত হয়েছেন ,তাছাড়া আরো অনেক এমন বিষয় থাকতে পারে,যেগুলা আমরা খুব একটা পাত্তা দিইনা,তবুও মনে মনে বিরক্ত হই,সেগুলো শেয়ার করবেন প্লিজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।