সংবিধানের তৃতীয় ভাগ –এ “মৌলিক অধিকার” এর অংশ- “জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকাররক্ষণ” ৩২- এ বলা আছে, জীবন ও ব্যাক্তি স্বাধীনতা হইতে কোন ব্যাক্তি কে বঞ্চিত করা যাইবে না। জোস্নার আলোতে তোমাকে নিয়ে যে পো্ট্রেইটটা এঁকেছিলাম
খুঁজে পাচ্ছিনা ।
নারী তোমার বেদনা সেখানে ছিল অদ্ভুদ রকমের ।
অন্ধকারের নি:শব্দে কান্নার হাহাকার দুর হতে ভেসে আসে ,
আমি চারপাশে শুধু খুঁজে যাই ,
আজ এই যে ঝগড়ার কারণে তোমার নিভৃত প্রতিবাদ ?
তুমি কি ভেবেছ তাতে করে যুদ্ধপরাধীরা থেমে যাবে ,
ওরা ভেতরে ভেতরে অনেক দিন ধরেই ক্ষুর্দাত ।
দেখলে না যে আলো তোমার বুকে ফেলেছিলাম
সেখানে ওদের র্নিলজ্ব ,নোঙরা চাহনি ।
মাংস আর মাটির সহঅবস্হানে আমার ডান হাত সেদিন তোমার কোমরের উপরে ছিল,
পরের চিত্র তো তোমার কাছে সবকিছুর উর্দ্ধে চলে গিয়েছে ।
আমার ডান হাতের রক্ত তোমার নিতম্ব ভেদ করে শেষ হয়েছে হাটু পর্যন্ত,
সেখানেই রেখে দিয়েছি গুলিটা ।
আমার ভাংগা হাতেই তোমার সমাপ্তি ,
তোমাকে রেখে গেলাম খোলা আকাশের নীচে-
আগামীকাল আমি চলে যাচ্ছি অন্যকোথাও ।
৪০ বছরে ওরা আমার কাছ থেকে সবই নিল ,
তোমাকে নিল,পো্ট্রেইটটা নিল ।
আগামী ৪০ বছর?
নিশ্চয়ই এবং আমি নিশ্চিত ওদের বিস্ত্রিত বংশের কোন একটা অংশ কোন এক বর্ষাস্নাত দিনে মাটির এই তোমাকে,তোমার পেছনে এসে পান্টের জিপার খুলবে ।
তোমার প্রত্যেকটা ক্ষয়ে যাওয়ায় ,আমি ব্যথিত ।
তোমাকে আর কতদিন বাচিয়ে রাখতে পারি?
যেখানে এরই মধ্যে আমিও হয়ে গিয়েছি গতকাল । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।