সকল স্বপ্ন সত্য হবে- ছেড়েছি এই আশা, জরুরী নয় সব স্বপ্নই- সত্য রুপে আসা... ছোটবেলায় আমরা সবাই 'বাক্য-সংকোচন' বা 'এক কথায় প্রকাশ' পড়েছি। ব্যাকরণ বরাবরই আমার খুব প্রিয় একটা বিষয় ছিলো (যদিও তেমন পারতাম না) তবে বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ,এক কথায় প্রকাশ, এগুলো পড়তে আমার বেশ মজা লাগতো এবং পড়ার সময় অনেকধরনের চিন্তাই মাথায় আসতো। সেরকম একটা চিন্তা নিয়েই এই পোস্ট যেখানে, অতি পরিচিত কিছু 'বাক্য-সংকোচন' চিত্রের সাহায্যে বর্ণনা করা হবে- সচিত্র 'বাক্য-সংকোচন' বা 'এক কথায় প্রকাশ'- *অগ্রে গমন করে যে -অগ্রগামী *অকালে পাকিয়া গিয়াছে যে -অকালপক্ব *অনুসন্ধান করিবার ইচ্ছা -অনুসন্ধিৎসা *যাহার এ পর্যন্ত দাড়ি উঠে নাই -অজাতশ্মশ্রু *অক্ষির সম্মুখে -প্রত্যক্ষ *অক্ষির অগোচরে -পরোক্ষ *অপকার করিবার ইচ্ছা -অপচিকীর্ষা *অনেকের মধ্যে একজন -অন্যতম *আপনার রং লুকায় যে -বর্ণচোরা *আকাশে চড়িয়া বেড়ায় যে -খেচর/সুপারম্যান *যাহা হইতে পারে না -অসম্ভব *জয় করার ইচ্ছা -জিগীষা *যাহা পূর্বে ছিলো এখন নাই -ভূতপূর্ব *যাহারা এক মাতার গর্ভে জন্মিয়াছে -সহোদর *ধূম্র সেবনে অভ্যাস্ত যে রমণী -ধূম্রমণী (ইহা একটি বিডি পিকচার) *যাহা মর্মকে স্পর্শ করে -মর্মস্পর্শী *সবসময় থাকেনা, কিন্তু মাঝে-মাঝে আসে -বিদ্যুৎ (বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের জন্য প্রযোজ্য নহে) *সকলের জন্য হিতকর -সর্বজনীন আজকের পাঠ এখানেই সমাপ্তি। পরের ক্লাসে অন্য কিছু পড়ানো হবে। ছবি- Google,Facebook ------------------------------- -------------------------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।