সব ক'টা জানালা খুলে দাওনা-ওরা আসবে চুপিচুপি-যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ কাল ছুটির দিন। কি জানি এক ঈদের আনন্দে মন টা হৈ হৈ করছে। আইডিবি থেকে ১ এর ভিতর ৬ মুভির একটা ডিভিডি নিয়ে আসছি। তারপরও কেন জানি মন ভরছেনা। সামুতে গুতাগুতি করে নাফিস মুনতাসির রবিন ভাইয়ের ব্লগ থেকে মুভি'র লিস্ট দেখে একটা মুভি পছন্দ করলাম।
নাফিস ভাইয়ের মুভি রিভিউ পোষ্ট গুলো সত্যই চমৎকার। মুভির নাম- ১৪২৮। স্টিফেন কিংয়ের উপন্যাস থেকে প্লট নেয়া মুভিটির রিভিউ পড়ে মনে হল দেখার মতো মুভি। নাফিস ভাইয়ের অনুমতি ছাড়াই এই মুভির ছোট রিভিউটি কপি-পেষ্ট করলাম।
নাফিস মুনতাসির অংশ:
এটা পিওর স্টিফেন কিং ক্যাটাগরীর মুভি।
একেবারেই টানটান উত্তেজনার হরর মুভি। সাথে আছে চমক লাগানো সাসপেন্স। আমার প্রিয় একজন অভিনেতার মুভি। Mike একজন লেখক। কিন্তু তার বইয়ের বিষয়বস্তু একটু আলাদা।
নানা সুপারন্যাচারাল ঘটনার গল্প ছড়িয়ে আছে আমেরিকার নানা জায়গায়। কিন্তু Mike এসবে একেবারেই বিশ্বাস করে না। তাই সেনিজে এরকম নানা ভৌতিক জায়গাগুলোতে অভিযান চালায় এবং এসব যে আসলেই ভুয়া তার প্রমাণসহ বই লিখে। ভালোই চলছিলো সব। তো একদিন নিউইয়র্ক শহরের একটি হোটেলের 1408 নামধারী বিশেষ একটি রূমের ভৌতিক গল্প শুনে সে সেখানে রাত কাটাতে যায়।
একটি সাধারণ রাত হবার কথা ছিলো। কিন্তু তার সব বিশ্বাসে নাড়া দেওয়া শুরু হয় কিছুক্ষণ পরেই। ভালোই লাগবে। দেখতে পারেন।
আবার আমরা আলোচনায় ফিরে যাই।
উনি মুভির টরেন্ট লিংক দিয়েছেন। অন্য কোন লিংক দেননি। আমি আবার টরেন্ট ডাউনলোড তেমন ভাল করতে পারিনা। তাই ডিরেক্ট ডাউনলোড খুঁজতে গিয়ে পেলাম মিডিয়া ফায়ার ডাউনলোড লিংক। নিম্নে তা দেয়া হলঃ
এই নিন ১৪০৮
মুভি ভাল লাগলে নাফিস ভাই সহ আমাকে ধন্যবাদ দিতে ভুল কইরেন না।
আর কোন কারণে ভাল না লাগলে তিরস্কার পুরুটাই নাফিস ভাইয়ের প্রাপ্য
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।