আমাদের কথা খুঁজে নিন

   

এলো বিজয়ের মাস-

বছর ঘুরে আবার এলো সেই বিজয়ের মাস- লক্ষ প্রাণের বিনিময়ে কেনা এ উল্লাস, কষ্ট স্মৃতি বুকে মোদের মুখে তবু হাসি- স্বাধীন দেশের স্বাধীন মানুষ এই তো ভালো আছি-। এই খুশিটা সবার মনে থাকুক অ'মলিন- বারো মাস'ই এই চেতনা হোক রিদয়ে লীন, মিশে আছে অশ্রু তাতে মিশে আছে খুন- অনুক্ষণ'ই সেই চেতনা তুলছে আলোড়ন-। সব হারানোর ব্যাথা বুকে গর্ব তবু মনে- কোটি মুখের হাসি এলো লক্ষ প্রাণের দানে, জীবন দিয়ে মুছে দিলাম হানাদারের ভূল- রক্ত দিয়ে রাঙিয়ে দেওয়া কৃষ্নচূড়ার ফুল-। লাল সবুজের এই পতাকা মোদের দিলো যারা- হাজার কোটি সালাম তাদের আরও ভালোবাসা, ভূলবো নাগো তাদের কভু রাখবো দেশের মান- অশ্রু জলে হেসে খেলে করবো জীবন দান-। ইন্দ্রধাম-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।