স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন! • ব্লগের নামঃ তোমোদাচি (জাপানী শব্দ, অর্থ- বন্ধু) • ব্লগিং এর বয়স: ৩ বছর • পোস্ট করেছি: ১০০ টি (৪ টি ড্রাফট সহ) • মুটামুটি মান সম্পন্ন পোষ্ট ঃ ৪/৫ টি • আগডুম বাগডুম পোষ্ট ঃ ৯৫/৯৬ টি • সবচেয়ে হীট পোষ্টঃ পোলা'র জন্য একখান বই বানালাম, দেখেন তো কেমন হলো? (কমপক্ষে ১০০ জনকে বইটি পাঠিয়েছি) • স্টিকি পোষ্টঃ ওসাকা থেকে বলছি- May we help you? (জাপানের সুনামীর সময়ে) • মন্তব্য করেছি: ২০৩৯টি • মন্তব্য পেয়েছি: ১৯৮৯টি • গালি দিয়েছিঃ একজনকেও না (মিথ্যা প্রমানে পুরষ্কারের ব্যাবস্থা আছে) • গালি খেয়েছিঃ ১ বার (ব্লগার টানজিমার কাছ থেকে) • ব্লক করেছিঃ একজনকেও না • ব্লকড হয়েছিঃ ১ জনের ব্লগে (কলাবাগার১ এর ব্লগে) • ফেইক নিক ঃ অন্যের জন্যে (তবে সেটা এখন এই ব্লগের সাথে একীভূত করা হয়েছে; তোমোদাচি, অন্যের জন্যে ---- দুটি ব্লগের একত্রীকরণ ঃ • ব্লগারের গ্রুপঃ আমব্লগার (আফসোস! এখন পর্যন্ত কেও ছাগু, ভাদা, নাস্তিক, লুল কোন ট্যাগিং দিল না ) আমার সবচেয়ে বেশী ভিজিটিং সাইট হচ্ছে সামু, তারপরও তোমোদাচি কে সামুর ভাল বন্ধু বানাতে পারলাম না; আমার বিবেচনায় এটা নিতান্তই নিরামিষ ধরনের একটি ব্লগ। আসলে যার ৯ এ হয় না, তার ৯০ তেও হয় না। তারপরো ৩ বছর সামুতে কাটালাম ... ১০০ টা পোষ্ট দিলাম ... এত গুলো কমেন্ট করলাম ... ... একখান শুভেচ্ছা পেতে কার না ইচ্ছা করে : P ??? দিবেন নাকি একখান শুভেচ্ছা!!! শুভ ব্লগিং !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।