সকালে ঘুম থেকে উঠেই আমার ফোন থেকে বেসিস সফ্টএক্সপো ওয়েবসাইটে একটা ঢু মারলাম, একসাইটমেন্ট জনিত কারনে ফ্রিল্যন্সার আ্যওয়ার্ড এর লিংক এ ক্লিক করলাম। এর কারন আছে অবশ্যই, কিছুদিন আগে বেসিস থেকে ফোন করে ডিসকাশন এর জন্য যেতে বলেছিল, তাদের সাথে ডিসকাশন করেও এসেছি। যাই হোক এখন যেদিকেই দেখি সবাই ক্লিক করেই টাকা নাকি কামায়, আর আমি ক্লিক করেই খুশি হয়ে গেলাম। এই বছর কম্পানি ক্যটাগরিতে বেসিস ফ্রিল্যন্সার আ্যওয়ার্ড পাচ্ছি আমি।
Click This Link
হ্যা, আমার আউটসোর্সিং কোম্পানি, EncodeLabs Inc., এই বছর বেসিস ফ্রিল্যান্সার অব দ্যা ইয়ার ২০১২ হিসাবে নির্বাচিত করা হয়েছে।
এটি আমার এবং আমার কোম্পানির সকল সদস্যদের জন্য খুব গৌরবের ব্যাপার। কারন তাদের সকলের ৩ বছরের প্রচেষ্টার ফল এই সন্মাননা।
২৫ ফেব্রুয়ারি রাতে "বেসিস আ্যওয়ার্ড নাইট" এ এই আ্যওয়ার্ড দেওয়া হবে Bangabandhu International Conference Center এ।
বেসিসকে অনেক অনেক ধন্যবাদ। আর নিজের ঢোল নিজেই পিটাচ্ছি, কারন ঢোল পিটানোর কেউ নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।