আমাদের কথা খুঁজে নিন

   

ডিগবাজি+ডিজিটাল=ডিগবাজিটাল

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... এক ঢিলে কয় পাখি মারা যায়....? আমি শুনছিলাম দুইটা এখন দেখি কয়েকটা...... তাই হাসুম না কান্দুম....????? একজন ডঃ ইউনুস এর মতো মোষ্ট অনারেবল ব্যক্তিকে রক্তচোষা এবং জনগণের টাকা মেরে খেলে ধরা খেতে হয় বলেছিলেন শেখ হাসিনা এবং শুধু তাই নয় তার প্রতি প্রতিহিংসাপরায়ণ ও নিম্ম রুচির পরিচয় দিয়ে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিয়েছিলেন। আসলে ডিজিটাল শেখ হাসিনা যখন যাকে বাগে পান মুখ ও ক্ষমতা দিয়ে তার বারোটা বাজিয়ে ছাড়বেন এর প্রমাণ রেল মন্ত্রী সুরন্জিত সেন গুপ্তের বক্তব্য "বাঘে ধরলে বাঘে ছাড়ে শেখ হাসিনা ছাড়ে না,ছাড়ছে ইউনুস মিয়ারে" আর আজ শেখ হাসিনার অনুরোধ ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান করুন Click This Link এখন আসি শেখ হাসিনা আসলে কয়টা পাখি মারলেন এক কথায়: > বিশ্বব্যাংকরে তেল মারা...(বিষয় পদ্মা সেতু হতে পারে) > দেশের বর্তমান অবস্থা থেকে জনগণের চুক্ষ অন্যদিকে ঘুরানো... > রাজনীতি আলোচনা ছেড়ে মানুষ এখন এই কথাটা নিয়ে টক শো করবে। > সাগর-রুনির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা আলোচনাকে হাল্কা করা। > ১০টাকা কেজি চাল খাওয়ানো প্রতিশ্রুতির মতো পাল্টি মারা। > এবং অপসারণের সময় ড. ইউনূস এর বিরুদ্ধে যে আওয়ামীলীগের নেতারা কথা বলে ছিল সেই নেতাদের থোঁতা মুখ ভোঁতা করা। > সর্বপোরি গরু মেরে জুতা দান... আপনারা যাই বলেন না কেন আমি এর মধ্যে ভাল কোন কিছুই দেখছি না। এটা শেখ হাসিনা আরেকটা ডিগবাজিটাল কৌশল মাত্র। এখন দেখি সেই আওয়ামীলীগ নেতারা কি বলে? অপেক্ষায় থাকলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।