আগে মা বলেছিল "রাজাকার থেকে দুরে থাকিস বাবা" এখন বলে "রাজাকারের গন্ধ থেকে বেঁচে থাকিস" বাংলা একাডেমীর প্রাঙ্গণ থেকে বইমেলায় আসা বিভিন্ন বয়সী দর্শনার্থীদের জিজ্ঞেস করা হয় একুশে ফেব্রুয়ারীতে কী হয়েছিল। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য মধ্য বয়সী রমণী থেকে ছোট্ট শিশুসহ অনেকেই পারেনি কোনো সদুত্তর দিতে। এক যুবক আবার বলে উঠলেন ৭ মাস যুদ্ধ করে এদিন আমরা স্বাধীন হয়েছি, বেশীরভাগেরই উত্তর এদিন অনেক বড় যুদ্ধ হয়েছিল। হায় দেশ। এরাই একদিন বাবা হবে,মা হবে। দেশের ভবিষ্যত এরাই। লজ্জা। লজ্জা। কী শিখছে আমাদের বাচ্চারা,আমাদের পরবর্তী প্রজন্ম? এরা করবে দেশ উদ্ধার? আমার এখনও বিশ্বাস হচ্ছে না... আসলেই এটা সত্য ঘটনা? নাকি নিজেদের বানানো কোন ফান ভিডিও?...আমি হতভম্ব!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।