আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ (গত বছর নভেম্বরে রুশ রেনটিভির সংবাদ পাঠিকার ওবামাকে উদ্দেশ্য করে!) বিগত বুশ জুনিয়রের আমলে ইউরোপে ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষামূলক ব্যাবস্থা সহ তা রাডার মনিটর এবং আবখাজিয়া ও দক্ষিণ ওটেশিয়া নিয়ে ২০০৮ সালে জর্জিয়া ও রুশ যুদ্ধে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ধারণা করা হয় বুশ ও তার রিপাব্লিকান দল এই সংকটগুলোর জন্য দায়ী। যদিও ডেমোক্র্যাট হতে ওবামা প্রেসিডেন্ট তারপরেও কি চীন কি রাশিয়া উভয় দেশ ও তার জনগণ মার্কিনিদের উপর ক্ষ্যাপা। কারণ বুশ চলে গেলেও তার তথা রাষ্ট্রের নীতির হেরফের হয়নি। যদিও ওবামা আত্নরক্ষামূলক তাকে ও যুক্তরাষ্ট্রকে রুশরা প্রায়ই তীব্র কটাক্ষ করে। এমনই এক ঘটনা ঘটিয়েছে রুশ সৈন্য গত বছর। যেখানে মার্কিন পতাকা দিয়ে ঘরের মেঝে পরিস্কার করছে; Click This Link রাশিয়া ও মার্কিনিরা কি পুনরায় স্নায়ু যুদ্ধ যূগে ফিরে যাচ্ছে? নাকি ভ্লাদিমির পুটিন পুনরায় প্রেসিডেন্ট হওয়ার জন্য মাঠ গরম করছেন? কারণ এই সৈন্যর এই ভিডিওটি ৪ঠা জুলাই মার্কিন স্বাধীনতা দিবসের ঘটনা যা গত বছর খুব প্রচার হয়েছে বা এই নিয়ে কোন খবর বেড়িয়েছে তা আমার জানামতে নেই। আর আগামী মার্চ ২০১২তে রুশদের নির্বাচন। তাই পুটিনের রাজনৈতিক কৌশলও হওয়াও বিচিত্র কিছু নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।