আমাদের কথা খুঁজে নিন

   

অই কে কই আছস ,দোস্তের জন্য উত্তর মেরু থেইকা এক ট্রাক ঠাণ্ডা নিয়ে আয়?

দোস্ত কি খবর কেবা আছস?এই তো, খারাপ না। দোস্ত খবর শুনছস? কি খবর?শুক্রবারে হরতাল। কি কস,এই জানোয়ার গুলা শুক্রবার হরতাল দিছে। দোস্ত থাম আমি। ।

আরে রাখ তোর কথা, কিসের থামাথামি এই শুয়ারগুলা,শালা রাজাকারের বাচ্চা,পাকিস্তানের দালাল আমার মা-বুনের ইজ্জত নষ্টকারি কুত্তা গুলান শুক্রবারেও হরতাল দিছে। দোস্ত আমার কথা গুলা একটু শুনবি ,কি কবি তুই,তোক না আমি কইছিলাম,এই কুত্তাগুলান ধর্ম নিয়ে ব্যবসা করে,অরা নাকি দেশে ইসলাম চায়। আল্লাহ,নবীকে গালি দিছে অগোর নাকি পরান কামরায় শালা কুত্তারা। এই শালারা আছে দেইখাই আমি রাস্তায় নামিনা নবীর জন্য প্রতিবাদ করতে,আমার কি নবী মুহাম্মাদ কে গালি দিলে কষ্ট হয়না, নবী কে খালি অগোর একলাই?শুক্রবার হরতাল দিছে,এহন তুই ক এই শুওর গুলার সাহস কি,শালারা ভণ্ড,জুমার দিন,একটা পবিত্র দিন,এইদিন হরতাল দিছে। দোস্ত তরে কইছিনা,এই জারজ গুলান মানুষের রগ কাটে,পুলিশ মারে এগোর সব হরতাল,মিছিল মিটিং এই এই ৭১ এর জানয়ারগুলান রে বাঁচানের জন্য।

এরা ধর্মনিয়ে ব্যাবসা করে। শালারা মুখে ধর্মের কথা কয় আর করে কি? হে হে ,দেখছস অগোর আসল চরিত্র বারাইয়া গেছে। দোস্ত,আমারে একটা কথা কইবার দে। মেজাজ মুজাজ তো আমারও খারাপ। দোস্ত হুন,তোরে একটা ঠাণ্ডা দিই তুই এইডা খাইয়া আগে মাথাঠাণ্ডা কর।

এই দোস্তরে একটা ঠাণ্ডা দে। দোস্ত এখন হওন,এই হরতাল জামাতিরা দেই নাই? কি কস তয় কারা দিছে,খালেদা, এই তো কবি? আরে তুই ত আমারে কইতে দিবি নাকি?খালেদা এই হরতাল দেইনাই। তয় কি সরকার দিছে, তুই কি এটা কইবার চাস,আমার কিন্তু মাথা-মুথা গরম হইয়া জাইতাছে,কি কবি তাড়াতাড়ি ক? দোস্ত,আরে রাখ তোর দোস্ত। কস না ক্যা?দোস্ত এই হারতাল তো অই শাহবাগিরা,মুক্তিজুদ্ধারা,আর বাম দল মিল্লা দিছে। কি কস তুই? অই কে কই আছস ,দোস্তের জন্য এক ট্রাক ঠাণ্ডা নিয়ে আয়?  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।