আমাদের কথা খুঁজে নিন

   

আয় মেঘ আয় ছেলেবেলা...

আয় মেঘ আয় ছেলেবেলা - আয় কাঠ পেনসিল আয় রোদ আয় বন্ধুরা - দেখি উড়ে যায় চিল আয় ফিরে আয় আয় ফিরে আয় আয় ফিরে আয় সবই। আয় ঘাস আয় জলাভূমি - আয় পাহাড়ের নীল ডানায় ডানায় সাতরং - আয় পাখির মিছিল আয় ফিরে আয় আয় ফিরে আয় আয় ফিরে আয় সবই। আয় বই আয় ইশকুল - আয় ছায়া পড়া ঝিল আয় ছুটি আয় বসে থাকি - আয় পুরোনো পাঁচিল আয় ফিরে আয় আয় ফিরে আয় আয় ফিরে আয় সবই। আমি একা বসে আছি তাকিয়ে নীলিমায় আমি একা বসে আছি তাকিয়ে ফিরে আয় আমি একা বসে আছি একা বসে আছি আমি বসে আছি একা বসে আছি বসে আছি আমি একা... "আয় ছেলেবেলা" - কনক আদিত্য।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।