I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই ''২১শে ফেব্রুয়ারী, ২০১২ সন''
মা,
তুমি কি আমাকে মনে করতে পারো? হ্যা, আমিও তোমারি সন্তান। একটা সময় ধরে তোমার কাছে ছিলাম, কিছুদিন হলো বিচ্যুত হয়েছি তোমার কোল থেকে। তোমাকে ছেড়ে যেতে আমার শুধু কষ্ট হয়েছিল না, অনেক কষ্ট হয়েছিল। কেমন মিথ্যা মনে হচ্ছে, না? কিন্তু তুমি যে মা, তুমি যদি বিশ্বাস না কর তাহলে কে করবে? তোমার কাছে ছুটে আসতে পারব বলেই নিজেকে নিয়ে চিন্তিত নই আর, সেই তুমি অবিশ্বাস করলে আমি কি করব?
আজ তোমার ছেলেরা, প্রান দিয়েছিল এককালে। তোমার দেয়া ভাষা ওরা কেড়ে নেবে বলে, প্রতিবাদের আগুন তুলেছিল।
খুব আগের কথা নয় সে। মা, সে কিন্তু তোমাকে ভালবেসেই। সে দিন তোমার রাজপথটা না অনেক লাল দেখোচ্ছিল, বলে তারা। সবাই ছুটোছুটি করছিল, সবাই কাদছিল, আর অন্তর্হিতরুপে তোমার চোখ দিয়ে টপটপ করে পানি পরছিল। আমি যেন তা অনুভব করতে পারি।
ঠিক সুস্পষ্ট নয়, কেমন ঘোলাটে সৃতির মত। তারপর আমি খোলা চোখের নিচে কেমন যেন ভেজা অনুভুতির সমন্বয় দেখি দর্পনে। রোদ্রের তাপ কি সেদিন কেদেছিল, তোমার সন্তানের মৃত্যুতে। মেঘ বলেছে কেদেছিল, আর আমি নির্ভর হয়েছি তখনই। কেউতো কাদবেই আমার মৃত্যুতে, কেননা আমিওযে তোমার সন্তান! তোমাকে তখন কে সঙ্গ দেবে, তা ভেবে ভেবে দিশেহারা হতেই আকাশ সম্মতি দেয় তোমাকে দেখার।
তাকে আমি চিনি বহুদিন হতে, তাকে বিশ্বাস করা যায়।
মা, আজ এমন দিনে, কেমন ভয় হচ্ছে। কাউকেই নাকি আজকাল বিশ্বাস করতে পারছিনা। আমাকে অবিশ্বাসের রাহু ধরেছে, তাইতো আকাশ বলল। সে বলে তাকে আমি নাকি বিশ্বাস করিনা, তোমার কি মনে হয় মা? মেঘ কিন্তু আকাশের কথায় সায় দেয়নি, তবুও কেমন লাগছে।
তারপর হটাৎ করাই কেমন কেমন শব্দ করে বজ্রবাবু আসল। সেও আকাশকে ভুল বলল। ফুলরাতো হেসেই উড়িয়ে দিল। পাখিরা বলে, আকাশ ঠাট্টা করে। তুমি কি বলো মা?
আমি কি ভুলোমন, তাইনা? তোমাকে নিয়ে কত সম্ভব কল্পনা করেছি তা নিয়েতো বলাই হয়নি।
আমি যেখানে থাকি, সেখানে সবাই শিক্ষার সুযোগ পায়। আমি চাই তোমার সন্তানরাও সেটা পাক, মা। আমি চাই তোমার সন্তানদের যেনো আর চিকিৎসার জন্য তোমার কোলছাড়া না হতে হয়। আমরা সবাই যেন আর তোমাকে রেখে দুরে, অন্যকারে কোলে না থাকি। তোমাকে একটু একটু করে সাহাজ্য করি, অন্তত নিজের দ্বায়িত্বটা পালন করি।
কি, ঠিক বলিনি মা?
মা, তোমার সন্তান হিসেবে কি দিয়েছি ভাবতে আজ লজ্জা লাগছে। তাই মা শেষে আজ আমাকে আশীর্বাদ করো, তোমার কোলে ফিরে এসে তোমার মুখ উজ্জল করতে যেনো পারি। তোমাকে ভুলে অন্য কারে আঁচল তলে যেন না লুকাই। তাহলে নিজেকে বড় ঘৃন্য মনে হবে একটা পর্যায়ে। আর আশীর্বাদ কর তোমাকে আবার এভাবে যেন প্রতিদিন ঘুম থেকে উঠে যেন স্মরন করতে পারি, আমার মা বলে! সব শেষে, তোমাকে অনেক ভালবাসে এই সন্তান!
ইতি,
তোমার কোলছাড়া সন্তান
আজ, আমার জন্মদাত্রীর জন্মদিন ছিল।
তাকেও আজ বলছি, তোমাকে অনেক ভালবাসে এই সন্তান মা! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।