আমাদের কথা খুঁজে নিন

   

! রূপ মেলায় নিমন্ত্রণ রইল !

এ আকাশ এমন আকাশ, কখনো ছায় মেঘে- সে আবার সুখেই ভাসে, দখিন হাওয়া লেগে রক্তাক্ত একুশের রক্ত মিছিল নিয়ে অজস্র লেখা। আজ আর সে পথে পা নাইবা মাড়ালাম। সমগ্র বিশ্ব একদিকে, নির্ভেজাল রক্তদামে কেনা আমার বাংলাদেশ একদিকে, ওজনে বহুগুণ ভারী ! একুশের প্রেক্ষাপটের চেয়ে ভালো উপলক্ষ আর হয় না, তাইতো অধমের এ লেখার আয়োজন- হে বিশ্ববাসী- প্রাণখোলা আমন্ত্রণ গ্রহণ কর, তিলোত্তমা বাংলা ভূমে একটি বার ঘুরে যাও... এম্পায়ার ষ্টেট বিল্ডিং, ম্যানহাটন টাওয়ার আমাদের নেই সাদর সম্ভাষণ জানাবো আকাশ চুমী পাহাড়ে উত্তরীয় যার সবুজ; এরপরেই দখিন নীলাম্বরী পাথার পোষ না মানা, অবুঝ বেলাভূমির দুর্দান্ত ইশারা, পয়সা উসুল হবে কথা দিচ্ছি, যথেষ্ট রসদ আছে। স্বদেশের মণিপুরি, সাঁওতালি নৃত্য উন্মাদনা- ঐ ব্যালে ড্যান্স আর সাম্বাকে এক হাত দেখাতে সদা প্রস্তুত অদ্য রূপসী ষড়ঋতুর রঙ্গশালায়- সূর্য স্নান আলাদা করে উদযাপনের দরকার পড়েনা। মেট্রো রেলে ভ্রমণ বড্ড যান্ত্রিক, মনের টান পাওয়া ভার আমাদের নৌকা ভ্রমণ- এক কথায় নিখাদ স্বর্গ ছোঁয়া, উষ্ণতায় বরণ করে নেবে সাম্পান মাঝির গান তাতেও মন না ভরলে মত্ত শিশুদের ডুব সাঁতার, পদ্মা মেঘনা যমুনা পাড়ে জল ছুঁই ছুঁই মহীরুহ থরে বিথরে সাজানো মায়া জড়ানো উপকরণ মূল্যবান সময়টুকু নান্দনিক সম্পদে উপচে দেবে।

অত্রে নগ্ন পায়ে শিশির মাড়ানো আর পাশ্চাত্যর তুষারপাত উপভোগ- ঢের আলাদা শরত মেঘে গাওয়া যাবে বৃষ্টি হবার গান... আমাজন, রেইন ফরেস্টে কি এমন আছে জানা নেই! ভয়াল আর্তনাদের সুন্দরবন- একত্রে শাপদসঙ্কুলতা আর বুনো সৌন্দর্যের কড়া সমঝদার। তোমাদের ভায়োলিন আর পিয়ানোতে যে সুর ওঠে ডোবা পুকুরে ব্যাঙের গান শ্রেয়তর সুমধুর- দল জোড়া পাতিহাঁসের মার্চপাস্ট বাঙ্গালীর অলংকার যে গয়না থাই বিচের ডলফিন ড্যান্স থেকে অনন্য। সিডনি অপেরা, লন্ডন ব্রিজ কিংবা সিয়ারস টাওয়ারে নয় শুচিশুভ্র কাশফুল সমাগমে আটকে যাবে চোখ- ষষ্ঠন্দ্রিও পরিতৃপ্ত হবে, হৃদয় উচাটন; নায়াগ্রার প্রমত্তা জল প্রবাহ ঈর্ষণীয় সুন্দর মাধবকুণ্ড- হিমছড়ির বাঁকে আরো সুন্দর লুক্কায়িত গ্রিনিচ মান মন্দিরের ধাউস ঘণ্টা ধ্বনি নয় পাখিদের সুরেলা কুহুশিসে দিনের শুরু হবে। ঊষার আলো থেকে নিশীথ নিদ্রা- প্রতিটি ক্ষণে সাড়ম্বর অভ্যর্থনা – প্রাপ্তির খাতায় অজস্র অক্ষর তাই রূপের জোছনায় পুণ্যস্নান করাতে প্রাণ- কিছুটা সময় দিও, নিজেকে সাজিয়ে নিও- জগতবাসী একবার ঘুরে যেও- ধরণীর এক টুকরো স্বর্গ দ্বীপে এসো চলে সবে, সাত সমুদ্রের ওপারে- বাংলা বন্দরে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।