আমাদের কথা খুঁজে নিন

   

এই সাধারন জিনিসটা আপানাদের বুঝতে এত সময় লাগে কেন? নাকি বুঝেও, না বুঝার ভান করেন

ভালোর স্বপক্ষে থাকুন সে যেই হোক, আর অন্যায়ের বিরুদ্ধে থাকুন সে যেই হোক। বাবা, মা, দল, গোত্র, গোষ্ঠী এসব ভালো কিংবা অন্যায় নির্ধারণ করে না। এই সাধারন জিনিসটা আপানাদের বুঝতে এত সময় লাগে কেন? নাকি বুঝেও, না বুঝার ভান করেন? গঙ্গার পানি বিষয়ে মমতার অনড় অবস্থান; বাংলাদেশ নিয়ে কেন তার এত ক্ষোভ? একজনের ব্লগারের উত্তরে বলা...... এবং সকলে জ্ঞাতার্থে জানানো মমতার এত ক্ষোভ কেন বাংলাদেশের প্রতি? এটার সহজ উত্তর হল মমতার আছে ভারত-মাতার প্রতি দেশপ্রেম। ভারত দেশের বিন্দুমাত্র স্বার্থের জন্য তারা একটুও আপোস করবেনা। ঐ দেশপ্রেম কমবেশি প্রতিটা ভারতীয়দেরই আছে, যা কিনা আমাদের বাংলাদেশিদের নেই। বাংলাদেশের স্বার্থ থেকে নিজের ব্যাক্তিগত স্বার্থ জরুরি, দরকার পড়লে নিজের স্বার্থ উদ্ধার করে বিদেশে পাড়ি জমাবে, তাও দেশের কথা চিন্তা করে কি লাভ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।