আমাদের কথা খুঁজে নিন

   

কবি হতে চাই না জননী

♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম হুম! তুমি ছাই জানো; তুমি ভাবো চালাক: তুমি যে ভীষন বোকা খোলো রাখ-ঢাক; রাধা সাজো অলক্ষ্যে, নিরবতার স্বপক্ষ্যে; যদি ভাবো একদিন, দিন করে হবো কীর্তিমান, ভুল হবে বাধা সবি; হবে নাকো কভু কবি, সব কিছু মিছে হবে, তুমি শুধু পিছে রবে পাবেনা সম্মান। মনঘরে মর্মরে যে পাতা রয়েছে পড়ি, সে পাতা ঝরাপাতা মাথায় হয়েছে ছাতা, তাহা ভেবে আছো তুমি সুখে; ও হে মানব, তুমিও দানব ঝরাপাতা ছুরি হলে ঠেকাবে তখন কে? কোকিল শুধুই কালো, সুর সমুধুর তবু সে ভালো, জ্বালো তুমি দ্বীপ জ্বালো নিজ অন্তরে; আর কারো দ্বীপ জ্বালাতে স্রোত হয়ে তারে ভাসাতে যেওনাকো ভুলেও; তবে সে তুমি হীরক যদিবা হও ভাসবে কষ্টফুলে। তাই কবি হতে চাই না জননী…..শুধু একঘড়া জল দেবে ……..তিষ্টা মেটাব ------------------------------------------------------------------------------------ উৎসর্গ: যারা লেখালেখি করেন শুধুমাত্র নিজের অনুভূতির জানান দেয়ার জন্য কবি কিংবা লেখক হবার জন্য নয়।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।