আগামীকাল কী হতে পারে চিন্তা করে চলে গেছে আজকের দিনটা। আজ কী হতে পারত সেই চিন্তায়! সেই চিন্তায় কাটিয়েছি গতকালটা। তবে একথা বলতে যদি ঘোড়াটাকে রুখতে নারি আগামী পরশু হতে আমাদের হবেই কাদতে। এ এমন জংলি ঘোড়া যার পা জোড়া আঘাত করবে যেখানে ধ্বংশ নেমে আসবে সেখানে। যার প্রতিটা কদম ধ্বংশ করবে একদম প্রতিটা শিল্পির কারুকার্য, দেশের প্রতিটা ভাষ্কর্য, প্রতিটা যুগলের চুম্বন তাদের অন্ধ ঘরের আলিঙ্গন। দেশের প্রতিটা খেলার মাঠ, ফসলের ক্ষেত, নদীর ঘাট সবই ধ্বংশ হবে তার ক্ষুরের আঘাতে। তার প্রতিটা কদমে রাস্তা পরিনত হবে চোরাবালিতে। কচ্চপ হয়ে যাবে মানুষ তার হাত হতে বাচতে। যদি ভালো থাকতে চাও আজই দাড়াও, লাগাম লাগাও যে ঘোড়া আসছে ছুটে আমাদের দিকে, তার মুখে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।