আমাদের কথা খুঁজে নিন

   

গুম,ধর্ষন, অপহরন, হত্যাকান্ড আর কত!

গুম,ধর্ষন, অপহরন, হত্যাকান্ড আর কত! দেশে ক্রমেই বেড়ে চলছে খুন, ধর্ষন, অপহরন ও ঘুমের মত ভয়ংকর ঘটনাগুলো। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের মানুষের মাঝে। তবে সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিচ্ছে গুম আতঙ্ক। সম্প্রতি আল মুকাদ্দাস ও মোহাম্মদ ওয়ালিউল্লাহ নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিবির সমর্থক ছাত্র গত ৪ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন। উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি এই দুই ছাত্র ঢাকা থেকে বাসে করে কুষ্টিয়ায় তাদের বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন।

বাসটি রাত ১টায় সাভার নবীনগরে পৌঁছে। বাসটি থামায় কালো পোশাকধারী র‍্যাব সদস্যরা। বাসে থাকা দুই তরুণকে তাদের নামে অভিযোগ আছে বলে বাস থেকে নামিয়ে নেন র‍্যাব সদস্যরা। এরপর এরা বাসের ড্রাইভারকে গাড়ি ছেড়ে দেয়ার নির্দেশ দেন। এর পর থেকে এই দুই শিবির সমর্থক ছাত্রকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

গত ১৪ ডিসেম্বর মোহাম্মদপুর থানার কাছে সাদা পোশাকধারী লোকেরা গাড়ি থামিয়ে নাজমুল ইসলামকে জিম্মি করে নিয়ে যায়। গাড়ির ভেতর বন্দিদশা থেকে তিনি এক সহকর্মীকে শুধু বলতে পারেন, আমাকে তো ধরে নিয়ে যাচ্ছে। নাজমুল ইসলামকে উদ্ধারের জন্য তার স্ত্রী ও অন্যরা থানা-পুলিশ-র‍্যাবের কাছে বললে কেউ এর কোনো দায়িত্ব নেয়নি। পরদিন গাজীপুর চৌরাস্তার কাছে তার লাশ পাওয়া যায়। ১৮ই ফেব্রুয়ারি বান্দরবান জেলার সদর উপজেলার দুর্গম টংকাবর্তী ইউনিয়নের সাপেরডেরা গ্রামের জংগল থেকে আনোয়ারা বেগম নামের এক মহিলার লাশ উদ্বার করে, এর আগের দিন রোয়াংছড়ি উপজেলার দুর্গম নোয়াপতং ইউনিয়নের মহিলা কারবারিপাড়া এলাকার একটি রাস্তার পাশ থেকে সাইমং মার্মা নামক এক আদিবাসীর লাশ লাশ উদ্বার করে পুলিশ।

প্রতিদিন এভাবে দেশের কোথাও না কোথাও খুন-গুমের ঘটনা ঘটছে। অজ্ঞাত এসব হত্যাকাণ্ডের ঘটনায় কেউ গ্রেফতার কিংবা এর রহস্য উদঘাটন হচ্ছে না। নিখোঁজ ব্যক্তিদের কারো লাশ পাওয়া যাচ্ছে, কারো পাওয়া যাচ্ছে না। কারো সন্ধান মিলছে না দীর্ঘ দিন ধরে। গুমের পাশাপাশি হত্যাকান্ডের ঘটনাও ব্যাপক আকার ধারন করে চলেছে।

গত ১৭ই ফেব্রুয়ারি শুক্রবার রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সুন্দর গ্রামে একই পরিবারের গৃহবধূ শিউলী বেগম (৩০) ও তার ১১ বছরের মেয়ে সুমনাকে ধর্ষন শেষে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের পশ্চিম নলডুবি গ্রামের বৃদ্ধ হালিমা বেগমকে (৬৫) শ্বাসরোধ করে হত্যার পর তার কাছে ঘুমিয়ে থাকা দুই বছরের শিশু ইমরান হোসেন ইমুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। ঠিক তেমনি, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের মৈশাদি গ্রামে স্ত্রী লিপিকে গলা টিপে হত্যা করেছে ঘাতক স্বামী বাবু। চট্টগ্রাম বাকুলিয়া থানার রসুলবাগ আবাসিক এলাকায় বেবি নামে এক গৃহবধু তার নিজ বাসায় খুন হয়। একইভাবে রাজধানীতে সাগর-রুনি নামের বিশিষ্ট সাংবাদিক দম্পতির খুন হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের খুনিদের সনাক্ত করতে পারে নি আইন শৃঙ্খলাবাহিনী।

প্রতিদিন ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাসমুহের বর্ননা বলে শেষ করার মত নয়। চলতি বছরের শুরু থেকে প্রতিদিন খুন, রাহাজানি, ধর্ষণসহ নানা অপরাধের ঘটনা বেড়ে চলেছে। র‍্যাবের পোশাক পরে কিংবা সাদা পোশাকধারীরা র‍্যাবের ও পুলিশের গোয়েন্দা বাহিনীর পরিচয় দিয়ে এসব অপহরণ-গুমের ঘটনা ঘটানো হচ্ছে। অথচ র‍্যাব ও গোয়েন্দা পুলিশ এ ব্যাপারে কোনো কিছুই জানে না বলে জানিয়ে দিচ্ছে। পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য মতে, গত দেড় মাসে দেশে খুনের ঘটনা ঘটেছে ৪৬৫টি।

এর মধ্যে ৩৩৬টি খুনের ঘটনা ঘটেছে শুধু জানুয়ারি মাসেই। ফেব্রুয়ারি মাসের প্রথম ১৩ দিনে খুন হয়েছে ১২৯টি। ধর্ষণ ৪২টি। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, খুন হয়েছে ১০ জন। প্রতিদিন গড়ে খুন হচ্ছেন ১০ জন করে।

এই পরিসংখ্যান থেকে সহজেই অনুধাবন করা যায়- খুন, হত্যা, অপহরণ কী ভয়াবহ রূপ নিয়েছে। অথচ পুলিশের আইজি বলেন, বর্তমানে যেকোনো সময়ের চেয়ে আইনশৃঙ্খলা পরস্থিতি ভালো। তা ছাড়া আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সংসদে বলেন, গুম বলে কোনো শব্দ নেই। এ ধরনের বক্তব্য দিয়ে তিনি কী বোঝাতে চাইছেন তা বোধগম্য নয়। আইনে গুম শব্দ না থাকলেও তার সরকারের আমলে গুম আতঙ্কে এখন দেশবাসী আতঙ্কিত।

দেশবাসী চায় অবিলম্বে খুন, ধর্ষন, অপহরন ও ঘুমের মত ভয়ংকর ঘটনাগুলো বিলুপ্ত হয়ে সমাজে ফিরে আসুক সুখ শান্তি। যেই স্বপ্ন দেখে তারা অর্জন করেছে স্বাধীনতা। সরকার তাদের এই স্বপ্ন পুরন করতে কতটুকু সচেষ্ট তা দেখার বিষয়। মাহবুব আলম মুরাদ, ইংরেজী সাহিত্য বিভাগ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। Email: মোবাইল: ০১৯১৯৮৭৯৩০৯ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।