আমাদের কথা খুঁজে নিন

   

৮ ফাল্গুন হোক বাঙালির ভাষা দিবস

বিস্ময় মুছে দিও না... বাঙলায় ডাকি মা (ভাষার জন্য প্রাণদানকারি সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি) মা, ও মা, একি শেখালে তুমি মন্ত্র, মাদক নাকি মায়া? মা মা ডাক পেড়ে যাই ধ্বনির হাওয়া গায়ে মেখে রক্ত দামে ভাষা কিনি! অ-আ-উ-ও-আহ্ বর্ণমালার কণ্ঠহারে সাজিয়ে দিলে এমনতরো। জন্মব্যাধি গেঁথে দিয়ে ওষুধ দিলে বাঙলা নামে জনম দুঃখের কাব্য লিখে গল্প বলে যাই ভেসে যাই আয়ুরসীমা মহাসাগর। বাঁকে বাঁকে মরণ খেলা ’৫২, ’৬১, ’৯৬... ঢাকা নাকি শিলচর চিনিনা আর বেরী-কাঁটাতার মায়ের জন্য যুদ্ধে নামি বিষ মাখানো তীর সয়েছি প্রাণ বিলিয়ে বাঙলা আনি। মা তোমার নাম ধরে কই এমন দানে ধন্য হলাম ধ্বনির মালা গলায় দিয়ে ডাকছি আমি জন্ম রোদন সারাবেলা, মাগো-ওমা-মা। ১৭/০২/১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।