আমাদের কথা খুঁজে নিন

   

খোকা(কবিতা)

একদিন,দুদিন,তিনদিন করে, সময়গুলো সব যায় পেরিয়ে। বাবা তোর কৈশরের সেই মধুমাখা মুখ, বারে বারে তবুও মনে পড়ে। তোর মায়াবি দুটি চোখের মাঝে, পেয়েছিলাম আমি স্বর্গ খুঁজে। বিধাতার কাছে শোকর ছিল, এমন মানিক কেমনে মিলিল? মানিক সেদিন স্কাউটে গিয়ে, এল ফিরে লাশ হয়ে। যাচ্ছে খোকা মহৎ কাজে, ডাকি নি তাই আমি পিছে। প্রধান অতিথির গাড়ি এসে, খোকার স্বপ্ন ভেঙ্গেছে মিছে। গাড়ির চাপে পিস্ট হয়ে, খোকা আজও আছে ঘুমিয়ে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।