বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. । চারদিকে শুন্যতা তোমার মনে জেগেছে বিষন্নতা অনেক দুরে আজ আমি হাটছি ভুল করেও বার বার তোমাকে মনে করছি। একা থাকার যন্ত্রণা তোমায় করছে বিদ্ধ আমি হীনা তুমি প্রকৃতির কাছে নিশিদ্ধ গাছের পাতা গুলো অভিশাপ দিচ্ছে তোমায় বাতাসে গুন্জন তুলেছে খুজে নাও আমায়। অভিমানী আমি মেলেছি ডানা আজ দুর আকাশে সাথী হীন তোমার কান্নার শব্দ বয়ে চলছে বাতাসে জাহাজের মাস্তুলের মত শক্ত হৃদয় নিয়ে কত কাল থাকবো জানিনা তোমায় বিনে বহুপথ পাড়ি দিয়ে তোমার ভালবাসার টানে শত অভিমান কবর দিয়ে আসব তোমার পানে সাথী হাতটি রাখো বাড়িয়ে পারছিনা তোমায় ছাড়া থাকতে হারিয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।