আমাদের কথা খুঁজে নিন

   

তিনি এখন কোন বেলায় ?? মেয়েবেলা পেরিয়েছেন তো অনেক আগেই !

ভালো লাগে সরলতা, নির্মলতা, বন্ধুত্ততা, মিষ্টি হাসি, কোমলতা, গাছগাছালী লতাপাতা, এই তো। বই মেলার মাস। চারিদিকে বইয়ের গন্ধ। সেই গন্ধেই পুরনো এক লেখক/লেখিকার নাম খুজে পেলাম। তিনি মেয়েবেলা পেরিয়েছেন অনেক আগেই। এতদিনে নিশ্চয়ই ছেলেবেলাও পেরিয়ে গিয়েছেন !! তাহার লিখিত কিছু গ্রন্থ # লজ্জা # সেই সব অন্ধকার # ক # আমার মেয়েবেলা তিনি ছেলেবেলা-মেয়েবেলা পেরিয়ে এখন কোন বেলায় আছে জানতে মন চায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।