গরু-ছাগলের মত বানান ভুল করি। পুন পুন চেষ্টা করিতে লাগিলাম আর মনে মনে আমি প্রার্থনায় মগ্ন "হে বিধাতা, দ্বিধা হও ... " অন্তরিক্ষে আড়ালে দারিয়ে হয়তো বিধাতা মুচকি হাসিতেছিলেন ... তিনি দ্বিধা হইলেন না !!! আবার আমার সর্বশক্তি দিয়া চেষ্টা করিলাম ... "হে বিধাতা এ যাত্রায় আমায় বাচিয়ে দাও ... " নাহ ... কাজ হইলো না !!! আমার মত আধমকে বাচাঁনোর জন্য মনে হয় বিধাতার কোন মাথা ব্যাথা নেই ... আমি শেষবারের মত বিধাতার নজর আমার দিজে আনার চেষ্টা করিলাম... হ্যা, এইবার হয়ে গেল। বিধাতা এই অধ্মের কথা শুনলেন ... আমার মনে তখন আনন্দের স্রোতধারা নায়াগ্রা জলপ্রপাতের চেয়েও বেশি জোরে দৌরাচ্ছে ... আহা ... আমি আমার প্যান্টের জিপার খানা লাগাতে সফল হইলাম সকালে বেখায়ালে জিপার লাগাইতে মনে নাই ... অনেক কষ্ট করে মালিবাগ মোড় থেকে ফার্মগেটগামি ৬নং বাসের গেট ধরে ঝুলে উঠার পর খেয়াল হইল, এত্ত বাতাস ঢুকে কই থেইক্কা ... পরে বুঝবার পারলাম !!! আরেক মুসিবত হইলো যে প্যান্টের জিপার কই জানি আটকাইয়ে গেসিলো তাই লাগাইতে পারতেসিলাম না !!! যাউক পরে ঠিকই ... বাচঁছি !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।