দেশের স্বার্থে রাজনীতি করুন,নিজের স্বার্থে নয়। বড় চুলে সমস্যা কি !! বড় চুল দেখলে কি মুরব্বিদের এলার্জি বেড়ে যায়!!! আজকে মামার সাথে দেখা করতে গেছি। আমারে দেখে প্রথমেই জিজ্ঞেস করল, চুল বড় রাখছি কেন, চুল কাটাইতাছি না কেন? আমি এর উত্তর দিতে ব্যার্থ হইলাম। এতদিন পর দেখা কই গিজ্ঞেস করবো কেমন আছি, প্রেম-ট্রেম করি কিনা। তা না চুল নিয়েই শুধু প্রশ্ন!!! এমনিতেই চুল বড় হয়না দেখে মনে শান্তি নাই , প্রতিদিন দোয়া করি যাতে ঘুম থেকে দেখি আমার চুল অনেক বড় হয়ে গেছে। কিন্তু ঘুম থেকে উঠে দেখি বড় না বরঞ্ছ ছোট হয়ে গেছে কিছুক্ষন পর দেখি মামা এদিক-ওদিক তাকাইয়া কি যেন খুজতেছে। মনে মনে ভয় খাইয়্যা গেলাম - আমারে মারার জন্য আবার লাঠি খুজতেছে নাকি?? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, ''মামা কি হয়ছে, কিছু খুজতেছেন?'' মামা কহিল, '' দেখতেছি, তর মত বড় চুল আর কারো আছে নাকি।'' আমি মনের দুক্ষে মনে মনে কহিলাম, ' ছাইড়া দে মামা , কাইন্দা বাঁচি।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।