নোটিশবোর্ড প্রিয় ব্লগার,
মাতৃভাষার মাসে সবাইকে জানাচ্ছি মহান একুশের শুভেচ্ছা। গত পোস্টে আমরা ফেব্রুয়ারী মাসেই একটি বাংলা ব্লগ আড্ডার আয়োজনের কথা জানিয়েছিলাম। সেই পোস্টের মাধ্যমেই আমরা ব্লগারদের জন্য সবচে' সুবিধাজনক দিন বেছে নিয়েছি।
আসছে ২৪শে ফেব্রুয়ারি, শুক্রবার, ২০১২ বিকেল ৩টায় শুরু হবে বাংলা ব্লগারদের একটি মিলনমেলা। মাতৃভাষা বাংলা, আমাদের কৃষ্টি-সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা নানান বিষয় এবং বাংলা ভাষায় জড়িয়ে থাকা আমাদের দৈনন্দিন জীবন নিয়ে একেবারেই সাধারণ এবং সহজ-সরল কথাবার্তায় বাংলা ব্লগার বন্ধুরা আড্ডায় মেতে উঠবেন নিজেদের মত করে, আপন গতিতে।
উক্ত অনুষ্ঠানে বাংলা ব্লগারদের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
আমরা গৌরবের সাথে বলতে পারি, স্বদেশ এবং মাতৃভাষাকে ভালবেসে বাংলা ব্লগিং এর শক্তি ও সম্ভাবনাকে বল্গাহীন বিস্তৃতির জন্য ব্লগারদের ভালবাসা, প্রবল আগ্রহ এবং আত্ননিয়োগ ব্লগজগতকে একটি শক্তিশালী মাত্রায় নিয়ে গেছে। মাতৃভাষার সর্বত্র এবং সার্বজনীন চর্চা ও কথা বলার স্বাধীনতা এই নতুন ধারার মাধ্যমটিকে আরও গুরুত্বপূর্ণ ও শক্তিশালী করবে বিশ্বাস করি।
বাংলাকে মাতৃভাষার স্বীকৃতি এবং প্রতিষ্ঠার দাবীতে ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে অনেক রক্ত, অনেক অশ্রুর বিনিময়ে পাওয়া আমাদের 'একুশ'। আমাদের ভাই সালাম, বরকত, রফিক, জব্বারের আত্নাহুতির মূল্যে আমরা যে ভাষায় 'মা' বলে ডাকি, যে ভাষায় 'স্বাধীন বাংলাদেশ' লিখি তার নাম 'বাংলা', তার রঙের নাম 'শহীদের রক্ত'।
বিশ্বজুড়ে মাতৃভাষার জন্যে এমন গৌরবময় ইতিহাস আর নেই। আজ বিশ্ব জুড়ে মাতৃভাষা দিবস পালিত হয় আমাদের ভায়ের রক্তে গড়া ২১ শে ফেব্রুয়ারি। ভাষা শহীদদের কাছে আমরা ঋণী। বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করছি তাঁদের।
ভাল থাকুন সকল বাংলা ব্লগার, মঙ্গল হোক সবার।
আড্ডা হবে: ২৪শে ফেব্রুয়ারী, শুক্রবার ২০১২
স্থান: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র
সময়: বিকেল ৩টা ১৫ মিনিট
চা-চক্র: সন্ধ্যা ৬টা ১৫ মিনিট
সমাপ্তি: ৬টা ৫০ মিনিট
শুভ ব্লগিং
সামহোয়্যার ইন ব্লগ টিম
লক্ষ্যনীয়:
প্রায় তিন সপ্তাহ আগে ইমেইলে 'বেসিস' আমাদের জানান যে যদি সামহোয়্যার ইন ব্লগ একটি ব্লগ আড্ডার আয়োজন করতে পারে তবে তারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বাইরের দিকের কোন একটি জায়গায় শ'দেড়েক ব্লগারের বসার ব্যবস্থা করতে আগ্রহী। প্রস্তাবটিতে আমরা সম্পূর্ণ রূপে সাড়া দেবার আগে ব্লগে একটি পোস্টের মাধ্যমে ব্লগারদের আগ্রহ যাচাই এবং সবচেয়ে সুবিধাজনক একটি দিন বেছে নিই অত্যন্ত আনন্দের সাথে। এজন্য সামহোয়্যার ইনকে কোন ব্যায়ভার বহন করতে হবেনা। আশা করি বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়েছে এখন।
এই আড্ডায় বাংলা ব্লগারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবার জন্য আনন্দের হবে বলে আশা করি।
কারণ নানান সীমাবদ্ধতায় অনেকগুলো মুখ একত্রিত হবার সুযোগ আমাদের সবসময় হয়না। তাই এই সুযোগটি নিতে চাই। সীমিত আসন সংখ্যা এবং সাধারণ আলাপচারিতা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবার আনন্দটুকু আমাদের সবার হোক।
আপডেট:
আজকের ব্লগ আড্ডায় অংশগ্রহণকারী প্রথম ১৫০ জন ব্লগারের জন্য সফ্ট এক্সপোতে প্রবেশের জন্য ১৫০টি টিকেট দিচ্ছে বেসিস। উল্লেখ্য আমাদের ব্লগ আড্ডাটির আয়োজন হবে হলের বাইরের কোন একটি নির্দিষ্ট জায়গায় এবং গেটে ঢুকেই এর দিক নির্দেশনা পাওয়া যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।