কিছুই বলার নেই ২৭ সংগঠনের হরতালে বাম দলগুলোর সমর্থন
এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ৬ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী টানা ২৪ ঘণ্টা হরতাল কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ওই কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে বামপন্থি রাজনৈতিক দলগুলো। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও প্রগতিশীল ২৭ টি সংগঠন যৌথভাবে এ হরতালের ঘোষণা দেয়। হরতালের সমর্থনের পাশাপাশি আপোসকামিতার পথ পরিহারের জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাম রাজনৈতিক দলগুলো।
বৃহস্পতিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণঐক্য, বাংলাদেশের সাম্যবাদী দল, গণআজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি, কমিউনিস্ট কেন্দ্র, ন্যাশনাল আওয়ামী পার্টি, পার্বত্য জনসংহতি সমিতি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এই দশটি বাম প্রগতিশীল দল ৬ এপ্রিল হেফাজতে ইসলামের লংমার্চের প্রতিবাদে ও জামাত-শিবিরকে নিষিদ্ধ করার দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঘাতক দালাল নির্মূল কমিটি, পেশাজীবী সমন্বয় পরিষদসহ ২৭টি প্রগতিশীল ও সাংস্কৃতিক সংগঠন আহূত ৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ৬ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত ডাকা হরতালের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
দুপুর ১টায় ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে দলীয় সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, ‘হেফাজতে ইসলাম আহূত লং মার্চ কার্যত দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিনাশ সাধনের উদ্দেশ্যে প্রণোদিত।
এ লংমার্চ সংগঠন ও পরিচালনায় জামায়াতে ইসলামী মুখ্য ভূমিকা পালন করছে। এর সাথে বিএনপির সমর্থন যুক্ত হওয়ায় একে কোন নির্দলীয় কর্মসূচি বলা যাবে না। সে কারণেই এই লংমার্চ প্রতিরোধ করা গণতান্ত্রিক শক্তির কর্তব্য। ’
সভায় হেফাজতে ইসলামের কর্মসূচি সম্পর্কে সরকারের আপোসমুখী ভূমিকার সমালোচনা করে বলা হয়, ‘গণজাগরণ মঞ্চ বন্ধ করে দেয়া, ব্লগারদের গ্রেফতার সরকারের এই ভূমিকাকে স্পষ্ট করেছে। ’
সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, কেন্দ্রীয় নেতা এ্যাড. আবু হানিফ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, কেন্দ্রীয় নেতা কামরুল আহসান খান পারভেজ, গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, গণআজাদী লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ, সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য লুৎফর রহমান, ধীরেন সিং, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আহ্বায়ক রেজাউর রশীদ খান, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক ডা. অসিত বরণ রায়, ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা দীপায়ন খিসা, গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
এর পাশাপাশি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতাল কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেছে।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান যুক্ত বিবৃতির মাধ্যমে সিপিবি ও বাসদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ জামাত-শিবিরকে নিষিদ্ধ করার লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ ও যুদ্ধপরাধীদের বিচার ত্বরান্বিত করে রায় কার্যকর করার দাবিতে আন্দোলন তীব্রতর করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া ৫ ও ৬ এপ্রিলের ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বানও জানান তারা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।